টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমেছিল আফগানিস্তান, বাংলাদেশ, অস্ট্রেলিয়া। মঙ্গলবার তিন দলের কাছেই সুযোগ ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার। তবে, বিশেষ করে অস্ট্রেলিয়ার ভাগ্য নির্ভর করছিল এই ম্যাচের উপরই। শেষ পর্যন্ত বাংলাদেশকে ৮ রানে হারিয়ে সেমিফাইনালে ওঠে আফগানিস্তান। আর এই গোটা সেমিফাইনাল থেকে ছিটকে গেল অস্ট্রেলিয়া।
আফগানিস্তান এই ম্যাচে প্রথমে ব্যাট করে ১১৫ রান করে। এই ম্যাচে বাংলাদেশকে সেমিফাইনালে ওঠার জন্য ১৯ ওভারে ১১৪ রান করতে হতো, কিন্তু তা করতে পারলেন না শাকিব আল হাসানেরা। বৃষ্টির কারণে বার বার বন্ধ হল খেলা। এক বার মনে হচ্ছিল বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছে যাবে। লিটন দাসেরা দ্রুত রানও তুলছিলেন, কিন্তু পঞ্চম উইকেট পড়ার পরেই হঠাৎ থমকে যায় বাংলাদেশ। ২৩ রানের মধ্যে ৩ উইকেট চলে যায় বাংলাদেশের। মিডল ওভারে দাপট দেখান রশিদ। তিনি ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন।
অন্য দিকে, নুর উইকেট না পেলেও ৪ ওভারে দেন ১৩ রান। তাতেই সমস্যায় পড়ে যায় বাংলাদেশ। হাসানদের হারের নেপথ্যে রয়েছে মিডল অর্ডারের ব্যর্থতা। এদিকে রশিদেরা, সুপার ৮-এ ভারতের বিরুদ্ধে হারলেও অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের বিরুদ্ধে জয় পেয়ে চার পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠলেন। এবার তাদের বিপক্ষ দল হলো দক্ষিণ আফ্রিকার। আগামী ২৭শে জুন সকালে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল। আর ওই দিন রাতেই দ্বিতীয় সেমিফাইনালে খেলবে ভারত এবং ইংল্যান্ড। ২৯শে জুন হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ম্যাচ।