রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeখেলাক্রিকেটএবার ৬ জন ক্রিকেটারকে দেওয়া হলো ২০ কোটি টাকার টোপ। জেনে নিন...

এবার ৬ জন ক্রিকেটারকে দেওয়া হলো ২০ কোটি টাকার টোপ। জেনে নিন বিস্তারিত

বর্তমানে অনেকেই মনে করছেন যে, আগামী দিনে ক্রিকেট খেলাটা ফুটবলের মতো হয়ে যেতে পারে, অর্থাৎ দেশের হয়ে খেলার বদলে দলের হয়ে খেলাই মূল হবে তখন। আসলে, ক্রিকেটাররা দেশের হয়ে খেলে যে টাকা পান, তার থেকে অনেক বেশি পরিমাণে অর্থ দিতে প্রস্তুত আইপিএলের দলগুলি। তাদের শর্ত হলো আন্তর্জাতিক ক্রিকেট খেলা ছেড়ে দিতে হবে। সারা বিশ্বে একাধিক দেশের টি-টোয়েন্টি লিগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজ়িগুলির দল রয়েছে।

সেই সব লিগে ক্রিকেটারদের খেলাতে চাইছে তারা। এই কারণে দলগুলি কিছু ক্রিকেটারকে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে তাদের হয়ে খেলার প্রস্তাব দিচ্ছে। টাইমস লন্ডনের রিপোর্ট অনুযায়ী, আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে বার্ষিক চুক্তিভুক্ত হলে সংশ্লিষ্ট ক্রিকেটারদের কাছে ৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ এবং সংযুক্ত আরব আমিরশাহির গ্লোবাল টি-টোয়েন্টি লিগে দল রয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির।

আমেরিকার টি-টোয়েন্টি লিগ শুরু হবে। সেখানেও তাদের দল রয়েছে। এমনকি তারা সৌদি টি-টোয়েন্টি লিগেও দল কিনতে চাইছে। এই সব লিগে খেলানোর জন্য ইংল্যান্ডের ৬ জন ক্রিকেটারকে প্রস্তাব দিয়েছে বিভিন্ন আইপিএল দল। যদিও সেই ক্রিকেটার কারা এবং কোন কোন দল এমন প্রস্তাব দিয়েছে, সেই বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। ৬ জন ক্রিকেটারকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ছেড়ে বেরিয়ে আসার প্রস্তাব দেওয়া হয়েছে।

আইপিএলের দলগুলি তাদের সঙ্গে সারা বছরের জন্য চুক্তি করবে। এমনকি তারা এর জন্য বিপুল অর্থ ব্যয় করতেও রাজি। আগামী দিনে ক্রিকেট খেলাটা ফুটবলের মতো হয়ে যেতে পারে বলে মনে করছেন অনেকে। ক্লাবের হয়ে খেলাই মূল হবে তখন। মাঝে দেশের হয়ে কখনো কখনো খেলা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের নিয়ম অনুযায়ী, অন্য দেশের টি-টোয়েন্টি লিগে যুক্ত হতে গেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়ে নিতে হবে। অন্য দেশের ক্রিকেটারদের এমন প্রস্তাব দিলে তাঁরা দেশের হয়ে খেলা ছেড়ে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

যদি ভারতীয় ক্রিকেটাররাও দেশের হয়ে অবসর নিয়ে এই লিগগুলি খেলতে চলে যান, তবে সেক্ষেত্রে আন্তর্জাতিক ক্রিকেটে বড় বদল ঘটতে পারে। টাইমস লন্ডনের রিপোর্ট অনুযায়ী, আইপিএলের দলগুলি এই বছরের শেষেই ক্রিকেটারদের সরকারি ভাবে প্রস্তাব দিতে পারে। শুধুমাত্র ইংল্যান্ডের ৬ জন ক্রিকেটার নন, এমন প্রস্তাব যেতে পারে অস্ট্রেলিয়ার এক টি-টোয়েন্টি ক্রিকেটারের কাছে, এছাড়াও অনেক ক্রিকেটারের কাছেই এমন প্রস্তাব যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। এই ক্রিকেটারদের সারা বছর খেলানোর জন্য ২০ কোটি টাকার বার্ষিক চুক্তি করতেও রাজি আইপিএলের দলগুলি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments