এই প্রথম নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হলেন ৪ শিক্ষক। টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে গ্রেফতার করা হলো অভিযুক্ত শিক্ষকদের। সোমবার অর্থাৎ আজ আলিপুর নগর দায়রা আদালতে ঐ চার শিক্ষকের গ্রেফতারি নির্দেশ দেন বিচারক অর্পণ চট্টোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতিতে এর আগেও টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে বহুবার। তবে এই প্রথম বার টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে গ্রেফতারি নির্দেশ দিল আদালত। মাসখানেক আগে নিয়োগ দুর্নীতি মামলায় ওই চার শিক্ষককে সমন পাঠিয়েছিল আলিপুর নগর আদালত।
সিবিআই- এর জার্সিটে নাম ছিল জহুরুদ্দিন শেখ, সাইগর হোসেন, সিমর হোসেন এবং সৌগত মন্ডল। এটা চারজনে মুর্শিদাবাদের বাসিন্দা। হাজিরা দেওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তরা আগাম জামিনের আবেদন করেছিলেন কিন্তু বিচারক তা খারিজ করে দেন। চারজনকে বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। আগামী ২১ আগস্ট পর্যন্ত তাদের রাখা হবে প্রেসিডেন্সি সংশোধনাগারে। ঐদিন মামলার পরবর্তী শুনানি হবে।