শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeকলকাতাযুব এক্সপ্রেস ট্রেনে অন্য পথে মালদহের উদেশ্যে রাজ্যপাল

যুব এক্সপ্রেস ট্রেনে অন্য পথে মালদহের উদেশ্যে রাজ্যপাল

শেষ মুহূর্তে কিছু যান্ত্রিক গোলযোগের কারণে শুক্রবার নির্দিষ্ট সময় হাওড়া স্টেশন ছাড়তে পারল না হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস। শুক্রবার এই ট্রেনে মালদাহ যাওয়ার কথা ছিল রাজ্যপাল সিভি আনন্দ বোসের। ট্রেন চলাচল ব্যাহত হওয়ার পর বাকি যাত্রীদের সঙ্গে জুবা এক্সপ্রেস চেপে মালদার উদ্দেশ্যে রওনা হলেন রাজ্যপাল।

গত বুধবার মিজোরাম সেতু বিপর্যয়ে মালদা ২৩ জন পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। সেই মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গে দেখা করতেই মালদাহ যাচ্ছিলেন রাজ্যপাল। চলন্ত ট্রেনে বসে জনসাধারণের অভিযোগ নিয়ে ফোনে কথা বললেন তিনি। কথা বললেন যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্য এবং ছাত্রদের সঙ্গেও। তাঁর আসন্ন বই “বঙ্গপুত্র” – এর জন্যও মালদাহ নিয়ে একটি অধ্যায় লেখার কাজ তিনি সেরে বসেই করে ফেলেছেন।

এদিকে বন্দে ভারত এক্সপ্রেসের বেশ কয়েকজন যাত্রী স্টেশন চত্বরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, তারা ট্রেনের টিকিট কেটেছিলেন ট্রেনের গতি এবং বাকি সুযোগ সুবিধার জন্য কিন্তু বন্দে ভারত এক্সপ্রেস এর পরিবর্তে যে ট্রেনটির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে তার আসনের মান অতি নিম্ন এবং জলের অবস্থা ভীষণ খারাপ। নির্দিষ্ট সময়ে সেই ট্রেন পৌঁছে যাবে কিনা তা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা।

এই ঘটনা প্রসঙ্গে পূর্ব রেলের হাওড়া ডিভিশনের ডি আর এম সঞ্জীব কুমার জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসে কিছু যান্ত্রিক গোলযোগ হয়েছিল তাই যাত্রীদের নিরাপত্তার কারণে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়া হয়নি। যাত্রীদের জন্য যে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে সেটি বন্দে ভারতের গতিতেই চালানো হবে।

প্রসঙ্গত, যান্ত্রিক গোলযোগের কারণে বন্ধে ভারত এক্সপ্রেস ট্রেনটিকে হাওড়া স্টেশনের ৪ নম্বর প্লাটফর্মে দাঁড় করিয়ে রাখা হয় এবং তার পরিবর্তে যুব এক্সপ্রেসটি প্রায় এক ঘন্টা দেরিতে হাওড়া স্টেশনের ৭ নম্বর প্লাটফর্ম থেকে যাত্রা শুরু করে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments