রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeখেলাক্রিকেটআইপিএলের টিকিটের হাহাকার, দু’টি ম্যাচ নিয়ে চাহিদা তুঙ্গে

আইপিএলের টিকিটের হাহাকার, দু’টি ম্যাচ নিয়ে চাহিদা তুঙ্গে

আইপিএল শুরু আর তিন দিন পর, তার আগেই শেষ হয়ে যাচ্ছে এই ম্যাচের টিকিট। এর আগে জানা গেছিল আহমেদাবাদে প্রথম ম্যাচে টিকিট শেষ হয়ে যায়। মঙ্গলবার থেকে পাওয়া যাচ্ছে না ইডেনের দুটি ম্যাচের অনলাইন টিকিট। মানে এই খেলা দেখবার জন্য দর্শকেরা টিকিটের জন্য হাহাকার শুরু করে দিয়েছে।

আগামী ৬ই এপ্রিল হতে চলেছে ইডেনে আইপিএলের প্রথম ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর এর বিরুদ্ধে এই ম্যাচ কলকাতার নাইট রাইডার্স খেলবে। এই ম্যাচের টিকিটের সমস্যা সোমবার থেকেই হচ্ছিল অবশেষে মঙ্গলবার অনলাইন অ্যাপে লিখে দেওয়া হয় যে এই ম্যাচের টিকিট শেষ।

কেকেআর করোনা মহামারির পর এই প্রথম আবার নামতে চলেছে ইডেনে। সেই ম্যাচের বিপক্ষেই থাকতে চলেছে বিরাট, সেই কারণেই হয়তো টিকিটের চাহিদা রয়েছে তুঙ্গে। যার কারণে খেলার ন দিন আগেই শেষ হয়ে গেছে অনলাইন টিকিট। ৭৫০ টাকা টিকিট শেষ হয়ে গেলেও ১০০০ এবং ৮০০০ টাকা টিকিট এখনো রয়েছে। যেগুলো কেনা যাচ্ছিল না।

৬ই এপ্রিল সঙ্গে ২৩ এপ্রিলের টিকিট ও পাওয়া যাচ্ছে না। ২৩ শে এপ্রিল ইডেনে নামতে চলেছে কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস সুতরাং খুব সামনে থেকেই দেখা যাবে মহেন্দ্র সিং ধোনির খেলা। অনেকেই মনে করছেন যে মহেন্দ্র সিং ধোনির হয়তো এটা শেষ খেলা, এরপর হয়তো তাকে আর দেখা যাবে না খেলতে।

সেই কারণে শেষবারের মতো ধনীকে সামনাসামনি দেখার সুযোগ অনেকেই হাতছাড়া করতে চাইছেন না, যার কারণে ওই দিনের ম্যাচের টিকিট ২৬ দিন আগেই শেষ হয়ে গেছে। ৩১ শে মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল। প্রথম দিন গুজরাট টাইটান্স এবং চেন্নাই মুখোমুখি হতে চলেছে। আমেদাবাদে এই ম্যাচ হতে চলেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments