শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeখেলাক্রিকেটগিলের ওপর বেজায় চটলেন ভারতের অধিনায়ক! রাগের কারণ কী? জানুন বিস্তারিত

গিলের ওপর বেজায় চটলেন ভারতের অধিনায়ক! রাগের কারণ কী? জানুন বিস্তারিত

রোহিত শর্মা মাঠের মধ্যেই শুভমন গিলের উপর খোঁচে বোম। রান আউটের পর বিরক্তি প্রকাশ করতে করতে বেরিয়ে গেছিলেন। ভারত অধিনায়ক যদিও এরপর ম্যাচ শেষে অনেকটাই সামলে নেন। এর রোহিত ফের কয়েক সেকেন্ডের মধ্যে অন্য একটি কারণে শুভমনের উপরে বেজায় চটলেন। আসুন জেনে নেওয়া যাক কী ঘটেছিল। আসলে, মোহালিতে আফগানিস্তান প্রথমে ব্যাট করে ১৫৮ রান করে। এরপর ভারত সেই রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায়। রান আউট হয়ে যান ভারতীয় অধিনায়ক রোহিত।

 

এরপর ম্যাচ শেষে, সেই ঘটনার কথা রোহিতকে জিজ্ঞেস করায় রোহিত বলেন, “এমন ঘটনা হতেই পারে। এ রকম ঘটলে খুব হতাশ লাগে। কারণ মাঠে নেমে দলের জন্য সকলে রান করতে চায়। সেটা না করতে পারলে হতাশ তো লাগবেই।’’ এর চার-পাঁচ সেকেন্ডের মধ্যে আবার তিনি শুভমনের উপর রেগে যান, কারণ শুভমন নিজে বড় রান করতে পারেননি। আসলে রোহিত চেয়েছিকেন শুভমন বড় রান করুক। মাঠে ফজলহক ফারুকির দ্বিতীয় বলটি মিড অফের দিকে খেলে রান নেওয়ার জন্য ডাক দেন এবং রোহিত দৌড়তে শুরু করেন, কিন্তু শুভমন সেই ডাকে সাড়া না দিয়ে বলের দিকে তাকিয়ে ছিলেন।

তিনি খেয়াল করেননি রোহিত চলে এসেছেন তাঁর দিকে। এরপর রোহিত উল্টো দিকে চলে আসেন। আফগানিস্তান তখন রান আউট করে দেয় রোহিতকে। শূন্য রানে ফিরতে হয় ভারতীয় অধিনায়ককে। আর এই ঘটনার পরেই গুলের উপর বেজায় চটে যান রোহিত। হাত তুলে শুভমনকে বলেন তাঁর রান নেওয়া উচিত ছিল। এমনকি ধারাভাষ্যকারেরাও বলেন যে, শুভমনের উচিত ছিল রোহিতের ডাকে সাড়া দিয়ে দৌড়ে যাওয়া, কিন্তু তরুণ ওপেনার তা করেননি এবং নিজে ১২ বলে ২৩ রান করে আউট হয়ে যান। ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে ৬ উইকেটে জয়ের পর রোহিত খুশি হন।

ভারত ১৫ বল বাকি থাকতেই রান তুলে নেয়। শিবম দুবে ৪০ বলে ৬০ রান, জীতেশ শর্মা ২০ বলে ৩১ রান করেন। এরপর তিলক বর্মা ২২ বলে ২৬ রান করে ভারতের ইনিংস গড়ে দেন। রোহিত বলেন, “এই ম্যাচটিতে শিবম দুবে, জীতেশ শর্মা, তিলক ভালো খেলেছে এবং রিঙ্কু সিং ফর্মে আছে।” আগামী রবিবার ভারতের পরবর্তী ম্যাচ ইন্দোরে, যেখানে খেলবে ভারত ও আফগানিস্তান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments