এবার পুজোতে মুক্তি পেতে চলেছে নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায় এর ‘বহুরূপী’ সিনেমা। আর সিনেমাটি মুক্তি পাওয়ার তার আগে সাধারণ থেকে সেলেব্রিটি প্রায় প্রত্যেক মানুষের কাছেই টিম পৌঁছে যাচ্ছে। এই যেমন একদম প্রথমে প্রযোজক-অভিনেতা জিতের বাড়িতে পৌঁছে গেছিলেন নায়ক শিবপ্রসাদ আর ‘বহুরূপী’ ননীচোরা দাস বাউল। তার পর তারা পরিচালক রাজ চক্রবর্তীর কাছে গেছিলেন। তাদের সপরিবারে অভ্যর্থনা জানান রাজ। আর সেই ভিডিয়ো ভাইরাল হয়। রাজ শিবপ্রসাদ এবং ননীচোরা দাস বাউলের সঙ্গে নেচেওছেন।
প্রসঙ্গত উল্লেখ্য, টলিউডের অন্দরে বহুদিন ধরেই একটি অভিযোগ রয়েছে যে, বলিউড যেভাবে একত্রিত হয়ে অন্যদের সিনেমার প্রচার করে, টলিউডে তেমনটা হয় না। তবে এখন পরিস্থিতি বেশখানিক বদলেছে। সাম্প্রতিককালে বেশ কিছু সিনেমার প্রচারে টিম ছাড়াও অন্যান্য তারকা-পরিচালকরা এগিয়ে এসেছেন। এই যেমন টলিউড তারকা প্রসেনজিৎ, দেব, জিৎ, সৃজিত থেকে শুরু করে অনেকে এখন অন্যান্যদের সিনেমা মুক্তির সময় একত্রিত হয়ে তা প্রচার করেন সোশ্যাল মিডিয়ায়। এছাড়াও, বহু বলিউড তারকারাও বাংলা সিনেমার প্রচারে অংশ নিচ্ছেন। আর এবার সেই বিষয়টিকে সকলের মাঝে ছড়িয়ে দিতে নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং উইন্ডোজ় প্রযোজনা সংস্থা নিলেন উদ্যোগ।
ইদানীংকালে কোনো সিনেমা মুক্তির আগে সোশ্যাল মিডিয়ায় শুভকামনা জানিয়ে সেই প্রসঙ্গে বক্তব্য রাখা হচ্ছে, তবে এই প্রথম দেখা গেলো যে, এভাবে বাড়ি বাড়ি গিয়ে সিনেমা মুক্তির কথা প্রচার করা হচ্ছে। শিবপ্রসাদের কাছেbএমন অভিনব প্রচারের কথা কীভাবে তার মাথায় এল জানতে চাওয়ায় তিনি বলেন, “মতবিরোধ থাকতেই পারে। কিন্তু, আমরা প্রত্যেকে প্রত্যেকের বন্ধু। আমরা ব্যক্তিগত জীবনেও নতুন কিছু করার আগে বন্ধুদের জানাই। এটাও সেই রকমই।” তিনি বলেন, এই সিনেমার শুটিং করতে গিয়ে তিনি কোমরে আঘাত পেয়েছিলেন, আর তখন প্রতিদিন অভিনেতা জিৎ তার খোঁজ নিতেন। এমনকি, চলতি বছর অভিনেতা জিতের কোনো সিনেমা না থাকলেও তিনি ‘বহুরূপী’ সিনেমার ট্রেলার দেখে সঙ্গে সঙ্গে জানিয়েছেন, ‘সিনেমা সুপারহিট’। শিবপ্রসাদ আরো বলেন, পরিচালক রাজ চক্রবর্তী, এই সিনেমাটির শুটিংয়ের সময় বিভিন্ন বিষয়ে অনুমতি পেতে তাকে খুব সাহায্য করেছেন।
শিবপ্রসাদ এই সিনেমায় কেমন সাড়া পাওয়া যাচ্ছে জিজ্ঞাসা করতেই তিনি বলেন, “রাজের মা মাথায় হাত রেখে আশীর্বাদ করলেন। আমিও ওঁর ছেলের মতোই। ছবিমুক্তির আগে গুরুজনদের আশীর্বাদ পাওয়া বড় ব্যাপার। গিয়ে শুনি, রাজের ছেলে ইউভান সকাল থেকে ‘বহুরূপী’ দেখবে বলে অধীর অপেক্ষা করেছে!” শিবপ্রসাদের সিনেমা প্রিচারের এই প্রচেষ্টা তার সকল অনুরাগীদের মন ছুঁয়েছে। এখন সকলে সিনেমাটি মুক্তির অপেক্ষায়।