মঙ্গলবার, জুলাই ১, ২০২৫
Homeবিনোদনসুরা রসিক অজয় দেবগন শুরু করেছেন ব্যবসা, জানুন বিস্তারিত

সুরা রসিক অজয় দেবগন শুরু করেছেন ব্যবসা, জানুন বিস্তারিত

বিখ্যাত বলিউড অভিনেতা অজয় দেবগন, গত তিন দশক ধর বলিউডে রাজত্ব করছেন। তার অভিনয়ের পাশাপাশি ভিএফএক্স এফেক্ট স্টুডিয়ো, সিনেমা চেন রয়েছে। তিনি বলিউডের বিখ্যাত মুখোপাধ্যায় পরিবারের মেয়ে কাজলকে বিয়ে করেন। আর এই সূত্রে রসগোল্লা তার প্রিয়, তবে চিনির রসে ফেলা রসগোল্লা নয় বলেই জানিয়েছেন অজয়। আসলে এক সাক্ষাৎকারে অজয় বলেন যে, তিনি এক বিচিত্র উপায়ে মদ্যপান করতে খুব পছন্দ করেন।

তিনি বন্ধুদের সঙ্গে বসে রসগোল্লার রস চেপে বের করে সেই শুকনো রসগোল্লা মদের গ্লাসে ফেলে মদে টইটুম্বুর রসগোল্লা খেতে বেশ পছন্দ করেন। মদ্যপান প্রসঙ্গে অজয় এক সংবাদমাধ্যমকে বলেন যে, “আইনি ছাড়পত্র পাওয়ার পর থেকেই আমি মদ্যপান করি, ভালো মদ খেতে আমি ভালবাসি।” অভিনেতার দাবি, তিনি গত কয়েক বছরে যদিও মদ্যপান প্রায় ছেড়ে দিয়েছেন। অভিনেতার কথায়, তিনি এক সময় ভদকা খেতে পছন্দ করতেন। তবে, এখন দিনে দুই বার সামান্য পরিমাণে মদ্যপান করেন। তিনি মাঝে মাঝে সিঙ্গল মল্ট খান বলে জানান।

জানিয়ে রাখি, এই সুরারসিক অভিনেতা অজয়, কয়েকদিন আগেই মদের ব্যবসা শুরু করেছেন। তিনি স্কটল্যান্ডে মোক্ষ সানির সঙ্গে দেখা হওয়ার পর মদের ব্যবসায় আগ্রহী হন বলে জানা গেছে। তিনি একটি সিঙ্গল মল্ট উৎপাদক সংস্থায় বিনিয়োগ করেছেন। আর ওই সিঙ্গল মল্টের এক একটি বোতলের দাম প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। সমগ্র বিশ্বে মাত্র ১২০০টি বোতল পাওয়া যাবে বলে খবর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments