সামনে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে সমস্ত রাজনৈতিক শিবিরেই উত্তেজনা তুঙ্গে। প্রতিদিনই রাজনৈতিক তরজা লেগেই রয়েছে। এবার তেমনই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সরব হলেন পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে। প্রতিবারেই অভিযোগ ওঠে বিরোধী প্রার্থীদের মনোনয়ন জমা দিতে দেওয়া হয় না বলে কিন্তু এবারের পঞ্চায়েত ভোটে তেমন পরিস্থিতি তৈরি হবে না বলেই তাঁর দাবি, কারণ প্রতিটি দলের নেতারা এই দায়িত্ব নেবেন যাতে মনোনীত প্রার্থীরা তাদের মনোনয়নপত্র সঠিকভাবে জমা দিতে পারেন।
এছাড়াও দলীয় কর্মীদের আরো একটি দায়িত্ব দেন তা হল বুথ পাহারা দেবার, যাতে গণনা কেন্দ্র সুরক্ষিত রাখা যায়। শনিবার দিন পূর্ব মেদিনীপুরের ময়নার সভা থেকে সমস্ত বক্তব্য রেখেছেন তিনি তবে বিজেপির এহেন বক্তব্যের পর পাল্টা জবাব দেন তৃণমূলের মুখপাত্র তথা পূর্ব মেদিনীপুরের শাসক তৃণমূলের বিশেষ দায়িত্বে থাকা কুনাল ঘোষ। তিনি বলেন ৮০ শতাংশ বুথে বিজেপি এজেন্ট দিতে পারবে না। তবে গত শনিবারও শুভেন্দু অধিকারী বাকচা গ্রাম পঞ্চায়েত এলাকার ইজমালিচক ফুটবল মাঠে যে জনসভা করেন তাতে আগামী পঞ্চায়েত নির্বাচনে “পঞ্চায়েত সাফ” করবারও ডাক দেন যা আগের বারে সম্পূর্ণ হয়নি তা এবারে যাতে সম্পূর্ণ হয় সেই উদ্যোগই নেবেন বিজেপি কর্মীরা।
পাশাপাশি শুভেন্দুবাবু জানান গতবার নমিনেশন আটকানো হয়েছিল কিন্তু এবারে তাঁরা নমিনেশন করাবেন। তাঁর বিভিন্ন জনসভা থেকে তিনি যে সমস্ত বক্তব্য পেশ করেছেন তার বিরুদ্ধে কুনাল ঘোষ সরব হয়েছেন বারংবার। তিনি বলেন একের পর এক পদ্মফুল শিবির থেকে যে আদি বিজেপি নেতারা দল ত্যাগ করছেন সেটাই দল আগে সামলাক তারপরে বাংলা দখল করবার কথা ভাববে তাঁরা