শনিবার, আগস্ট ৩০, ২০২৫
Homeবিদেশকোথায় প্রথম কাঞ্চনের সঙ্গে দেখা হয়েছিল শ্রীময়ীর?

কোথায় প্রথম কাঞ্চনের সঙ্গে দেখা হয়েছিল শ্রীময়ীর?

টলিপাড়ার সব থেকে চর্চিত জুটি কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের ব্যক্তিগত জীবন নিয়ে যতই বিতর্ক থাকুক না কেন, তাঁরা যে একে অপরের সঙ্গে চুটিয়ে সংসার করছেন তা আর বলার অপেক্ষা রাখে না। মাঝেমধ্যেই কাঞ্চনের সঙ্গে ছবি ভাগ করে নেন শ্রীময়ী, এবার আরও একবার একটি ছবি ভাগ করে স্বামীর সঙ্গে প্রথম দেখা হওয়ার মুহূর্ত স্মরণ করলেন অভিনেত্রী।

শনিবার ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করেন শ্রীময়ী, যেখানে কখনও ঘুরতে যাওয়ার ছবি, কখনও আবার একান্তই ব্যক্তিগত মুহূর্তের ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। একটি ছবিতে দেখা গিয়েছে ছোট্ট কৃষভিকেও। ছবিগুলি পোস্ট করে একটি দীর্ঘ নোট লেখেন অভিনেত্রী, যেখানে স্বামীর সঙ্গে প্রথম দেখা হওয়ার মুহূর্ত তুলে ধরেন তিনি।

শ্রীময়ী লেখেন, আজ থেকে ঠিক ১৩ বছর আগে এই রাখি পূর্ণিমার দিনে একটি সিরিয়াল করার সময় প্রথম কাঞ্চন মল্লিকের সঙ্গে আমার দেখা হয়েছিল। সেই সময় কাঞ্চন মল্লিককে চোখের সামনে দেখা একটা উত্তেজনার ব্যাপার ছিল। টিভিতে যে মানুষটাকে সব সময় সাবলীলভাবে অভিনয় করতে দেখেছি, তাঁকে এইভাবে চোখের সামনে দেখব সেটা ভাবতেই পারিনি।

শ্রীময়ী আরও লেখেন, ২০১২ সালে রাখি পূর্ণিমা থেকে প্রথম কথোপকথন, তারপর বন্ধুত্ব, তারপর গভীর বন্ধুত্ব, তারপর প্রেম, বিয়ে এবং সন্তান। আজ দাঁড়িয়ে ১৩ বছর আগেকার কথা ভাবলে মনে হয় আমার জীবনটা সত্যি রূপকথার মতো। হ্যাঁ যাত্রাটা হয়তো রূপকথার মতো মসৃণ ছিল না, কিন্তু আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছিলাম। এই উত্থান পতন না থাকলে হয়তো সম্পর্কটা বাঁচানোর লড়াইটা এত মসৃণ হতো না।

অভিনেত্রী লেখেন, আজ ২০২৫ সালে আমাদের ডেটের ১৩ বছর পরেও আমি হলফ করে বলতে পারি আমরা সেরা বন্ধু। আমরা তর্ক করি, লড়াই করি কিন্তু আমাদের বন্ধুত্ব বিশুদ্ধ। আজ ১৩ বছর ধরে আমরা একই রকম ভাবে একে অপরের পাশে রয়েছি। তবে আজ আমাদের দায়িত্ববোধ অনেক বেশি। আমরা স্বামী-স্ত্রী হিসেবে পরিচিত।

সর্বশেষে অভিনেত্রী লেখেন, আমরা আজ সন্তানের বাবা-মা হয়েছি। কিন্তু আমরা এখনও বিশ্বাস করি যে আমাদের জীবনে একে অপরের কাছে সম্পূর্ণ স্বচ্ছ। তাই ১৩ বছর পরেও আমরা আমাদের নিজেদের বন্ধুত্ব উদযাপন করতে পারছি, এই রাখি পূর্ণিমা দিনেই যে বন্ধুত্ব শুরু হয়েছিল।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments