৫১ তম জন্মদিনে নিজের নতুন ভূমিকার কথা জানালেন মহারাজা সৌরভ গঙ্গোপাধ্যায়। একটি নতুন অ্যাপের কথা জানালেন তিনি যার নাম, সৌরভ গঙ্গোপাধ্যায় মাস্টার ক্লাস। এটি একটি শিক্ষামূলক অ্যাপ যেখানে শিক্ষকের ভূমিকায় দেখা যাবে সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
নিজের ১৬ বছরের ক্রিকেট জীবনের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য এই অ্যাপ তৈরি করেছেন তিনি। এই অ্যাপ থেকে যা আয় হবে তা তিনি দুস্থদের শিক্ষা দানের জন্য দান করে দেবেন। আপাতত বাংলা এবং ইংরেজি দুই ভাষায় একটি করে কোর্স রয়েছে এই অ্যাপের মধ্যে। একটি কোর্সে ভর্তি হতে খরচ পড়বে ৪৯৯ টাকা, যদি একেবারে শুরুতেই দিয়ে দিতে হবে।
এই অ্যাপটিতে সৌরভ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বিভিন্ন প্রাক্তন ক্রিকেটারদের মন্তব্য লেখা রয়েছে। একদিকে যেমন বীরেন্দ্র সেহবাগ বলেছেন, “সৌরভ সব সময় আগ্রাসী এবং নিজের লক্ষ্য স্থির থাকতেই পছন্দ করেন। দেশের সবথেকে সফল অধিনায়ক তিনি”। অন্যদিকে যুবরাজ সিংহ বলেছেন, “সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো অধিনায়কের জন্য নিজের জীবন দিতেও রাজি আমি”। হরভজন সিংহ বলেছেন, “আমি যে সময় ভেঙে পড়েছিলাম সেই সময় সৌরভ আমার পাশে ছিল তাই ওকে ধন্যবাদ জানানোর ভাষা আমার কাছে নেই”।
এবার চলুন জেনে নেওয়া যাক এই অ্যাপে যে কোর্স রয়েছে সেখানে কি শেখানো হবে? এই অ্যাপে সৌরভ তার অধিনায়ক হয়ে ওঠার কাহিনী সকলের সঙ্গে ভাগ করে নেবেন। এছাড়াও এখানে রয়েছে ছটি ভিডিও, যেখানে সৌরভ তার ক্রিকেট ক্যারিয়ারের বিভিন্ন অভিজ্ঞতা ভাগ করেছেন।