আগামীকাল অর্থাৎ রবিবার ভারত বনাম অস্ট্রেলিয়া ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচ। রীতিমতো উত্তেজিত হয়ে রয়েছেন সারা ভারতবাসী। একে রবিবার তার ওপর ভারত ফাইনালে খেলবে চির প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার সঙ্গে। কেউ কেউ বন্ধুদের সঙ্গে খেলা দেখবেন কেউ আবার বাবা মায়ের সঙ্গে পরিকল্পনা করে রেখেছেন খেলা দেখার। কিন্তু এত কিছুর মধ্যে মুশকিলে পড়ে গেছেন ইমন চক্রবর্তী।
এই মুহূর্তে বাংলাদেশে রয়েছেন ইমন। অনুষ্ঠানের জন্য তাঁকে যে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াতে হয় তা আমরা সকলেই জানি। তেমনি একটি গানের অনুষ্ঠানের জন্য তিনি আপাতত রয়েছেন বাংলাদেশে। সেখানে বসেই মুঠোফোনে বিশ্বকাপ দেখার পরিকল্পনা নিয়েছিলেন তিনি কিন্তু যে অ্যাপে তিনি বিশ্বকাপ দেখবেন সেটি বাংলাদেশ অচল।।
চিন্তিত গায়িকা ফেসবুকে লেখেন, বাংলাদেশে হটস্টার চলছে না।আমি কি করে বিশ্বকাপ দেখব? কেউ কোন উপায় বলে দাও আমাকে। এই পোস্টটি দেখার সঙ্গে সঙ্গে অনেকেই বলেছেন অন্য কোন অ্যাপের মাধ্যমেই আপনাকে দেখতে হবে কারণ হটস্টার চলে না বাংলাদেশে। কিন্তু কোন অ্যাপে ইমন দেখবেন খেলা তা কেউ বাতলে দিতে পারছেন না।