মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeদেশপয়লা বৈশাখে ৭.৮৩ লক্ষ টাকার অফার নিয়ে হাজির সিদ্ধা গ্রুপ

পয়লা বৈশাখে ৭.৮৩ লক্ষ টাকার অফার নিয়ে হাজির সিদ্ধা গ্রুপ

পয়লা বৈশাখে লুট অফার!অফার নিয়ে এসেছে সিদ্ধা গ্রুপ! সিদ্ধা গ্রুপের পরিচয় আলাদা করে দেবার মত কিছু নেই। বলা চলে দেশে প্রথম রুটটপ স্কাইওয়াকের ভাবনা নিয়ে এসেছিল তাঁরাই। গত ৩৬ বছর ধরে রিয়েল এস্টেট শিল্পে এক অনবদ্য অবদান রয়েছে, কলকাতা সহ দেশের বিভিন্ন প্রান্তে তাঁরা রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল প্রজেক্ট তৈরি করে ডেলিভারও করেছেন মানুষকে।
সর্বোপরি বলা যেতে পারে ভারতে রিয়েল এস্টেট সংস্থা হিসেবে সিদ্ধা গ্রুপ এক অন্য মাত্রা জুড়েছে। পয়লা বৈশাখ মানেই বাঙালির ঐতিহ্যমন্ডিত দিন, অত্যন্ত শুভ মনে করা হয় এই দিনটিকে, মানুষ যেমন সোনা কিনে থাকেন তারই পাশাপাশি রিয়েল এস্টেট শিল্পেও বিনিয়োগ করে থাকেন। তাই এ বছর সেই সংস্থা মানুষের কাছে আকর্ষণীয় অফার নিয়ে এসেছে। ক্রেতাদের জন্য অফার দিচ্ছে যাতে ৭.৮৩ লক্ষ টাকা পর্যন্ত রয়েছে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে। যদিও সংস্কার পক্ষ থেকে জানানো হয়েছে এই ফ্ল্যাট গুলি সংরক্ষিত রাখা হয়েছিল মালিকদের জন্যই কিন্তু বর্তমানে তা বিক্রির জন্য ছাড়া হয়েছে। কিন্তু কেন এমন সিদ্ধান্ত? সেই প্রসঙ্গে অবশ্য সজ্ঞয় জৈন যিনি সিধা গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তিনি জানান যে ক্রেতাদের জন্য তাঁদের একটি বিশেষ উপহার রেখেছেন যাতে মানুষকে সাশ্রয়ী মূল্যে এবং সাধ্যের মধ্যে তাঁরা ভালো মানের জীবনযাত্রার উপহার দিতে পারেন। তাই তাদের প্রজেক্টগুলিও সেভাবেই তৈরি করা হচ্ছে।
আসুন দেখে নেওয়া যাক এক নজরে কোন কোন প্রজেক্টে সিদ্ধার অফার চলছে : নিউটাউনের সিদ্ধা গ্যালাক্সিয়া রাজারহাটে সিদ্ধা হ্যাপিভিল ইএম বাইপাসে সিদ্ধা স্কাই বি টি রোড বনহুগলিতে সিদ্ধা ইডেন লেকভিল সাউদার্ন বাইপাসের ওপরে সিদ্ধা সাবার্বিয়া বিটি রোডের ধারে খড়দযহে সিদ্ধা ওয়াটার ফ্রন্ট। তাই নিজের সাধ্যের মধ্যে সাধ পূরণ করতে গেলে আজই এই অফারের সুযোগ নিতে চলে আসতে হবে সিদ্ধায়। কারণ এই অফার অত্যন্ত সীমিত সময়ের জন্যই থাকছে।
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments