নতুন সিরিজ পিলকুঞ্জ মুক্তির অপেক্ষায়। অন্যদিকে ছোট পর্দা থেকে একের পর এক প্রস্তাব আসছে অভিনেতা শন বন্দ্যোপাধ্যায়ের কাছে। তবে এই মুহূর্তে ছোট পর্দায় কাজ করতে চাইছেন না তিনি। কিন্তু কেন? সেটাই জেনে নেব আজ।
বড় পর্দায় অভিনয় করলেও ছোট পর্দার মাধ্যমেই একসময় খ্যাতি অর্জন করেছিলেন অভিনেতা। এখানে আকাশ নীল, আমি সিরাজের বেগম সহ আরো বেশ কিছু সিরিয়ালের মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। ছোট পর্দা থেকেই যে তিনি মানুষের মনে জায়গা করে নিয়েছেন তা বলাই বাহুল্য। তবে ছোটপর্দায় অভিনয় করলেও কেন তিনি ফিরতে চাইছেন না সেই বিষয়ে জিজ্ঞাসা করলে অভিনেতা বলেন, একেবারে সিরিয়াল যে করবো না সেটা নয়। কথাবাত্রা চলছে। কিন্তু এখন আমি অন্যরকম চিন্তাভাবনা করছি।
অভিনেতার কথায়, এর আগে চরিত্রগুলি অন্যরকম ছিল। একটু রাগী। আমি একই জিনিস বারবার করতে চাইছি না। দর্শকদের কাছে নতুনভাবে আসতে চাইছি।
প্রসঙ্গত, এর আগে হানিমুন নামক ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি। দিতিপ্রিয়ার সঙ্গে যদি এমন হতো, সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা। কিছুদিনের মধ্যেই পিলপুঞ্জ রয়েছে মুক্তির অপেক্ষায় তাই এই মুহূর্তে তিনি যে সিরিয়াল নিয়ে মাথা ঘামাচ্ছেন না, তা আর বলার অপেক্ষা রাখে না।