শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeদেশঅনন্তনাগের জঙ্গল ঘিরে তল্লাশি, দুই জঙ্গিকে ‘কোণঠাসা’ করল সেনা

অনন্তনাগের জঙ্গল ঘিরে তল্লাশি, দুই জঙ্গিকে ‘কোণঠাসা’ করল সেনা

বৃহস্পতিবার অপারেশন শুরুর আগেই ভারতীয় সেনা দাবি করল, দুই জঙ্গিকে ঘিরে ফেলা হয়েছে। অনন্তনাগের কোকেরনাগের কাছে জঙ্গলে বুধবার জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই শুরু হয়েছিল ভারতীয় সেনার। জঙ্গিদের গুলিতে একজন কর্নেল এবং মেজর সহ জম্মু কাশ্মীর পুলিশের এক ডিএসপির মৃত্যুর পর এই অভিযান সাময়িকভাবে স্থগিত রেখেছিল ভারতীয় সেনা।

সেনা সূত্রে খবর, বৃহস্পতিবার আবার এই অভিযান শুরু করা হয়েছিল ভারতীয় সেনা এবং পুলিশের তরফ থেকে। অভিযান চালিয়ে এক জঙ্গিকে চিহ্নিত করতে পেরেছে সেনা। যে দুই জঙ্গি চেনার উপর হামলা চালিয়ে ছিল তাদের মধ্যে একজন হলেন উজেইর খান। ২০২২ সালে লস্কর – ই – তৈবার বাহিনীতে যোগ দেয় এই জঙ্গি। এই জঙ্গি এবং তার সঙ্গীকে ঘিরে ফেলতেই বৃহস্পতিবার সকালে আরো এক রাউন্ড গুলি বিনিময় হয় জঙ্গি এবং সেনাবাহিনীদের মধ্যে।

গত চার সপ্তাহ ধরে গোটা অনন্ত নাগাদ তল্লাশি অভিযান চালিয়েছিল সেনা এবং পুলিশের যৌথবাহিনী। বুধবার গাড়লের জঙ্গলে দুই জঙ্গির আত্মগোপনের খবর পেয়ে যৌথ বাহিনী পুরো জঙ্গল ঘিরে ফেলে এবং দুই পক্ষের ব্যাপক গুলির সংঘর্ষে ভারতীয় সেনার ২ সেনাকর্তা এবং পুলিশ কর্তার মৃত্যু হয়। সাময়িকভাবে অভিযান শিক্ষিত রাখার পর বৃহস্পতিবার আরো একবার অভিযান শুরু করেন যৌথ বাহিনী এবং গ্রেফতার করেন এক জঙ্গিকে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments