লোকসভা নির্বাচনে ঠিক আগে শিক্ষা বন্ধুদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। গত বুধবার সাংবাদিক বৈঠকে এ কথা জানালেন মন্ত্রী মানস ভূঁইয়া। তিনি বলেন, দীর্ঘদিন লড়াই করা শিক্ষা বন্ধুরা এবার সুবিচার পেলেন। আগামী দিনে ৪০ শতাংশ বেতন বৃদ্ধি পাবে শিক্ষা বন্ধুদের।
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সাংবাদিক বৈঠকে মন্ত্রী জানান, ২০১৮ সালের ১ মার্চ থেকে ৩১শে ডিসেম্বর পর্যন্ত শিক্ষা বন্ধুদের জন্য যে বর্ধিত হারে বেতন ক্রম নির্ধারিত হয়েছিল তা কার্যকর হয়েছিল না দীর্ঘদিন ধরে। শিক্ষা বন্ধুরা আন্দোলন চালালেও তা সফলতা পাচ্ছিল না।
মন্ত্রীর দাবি অনুযায়ী, রাজ্যে মোট শিক্ষা বন্ধ রয়েছেন ৩৩৩৭ জন। মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তে আগামী ১ এপ্রিল থেকে শিক্ষা বন্ধুরা উপকৃত হবেন। মোট ৯ কোটি ১৯ লক্ষ টাকা নির্ধারিত করা হয়েছে শিক্ষা বন্ধুদের জন্য। তবে শুধু শিক্ষা বন্ধুরা নয় আগামী দিনে আশা কর্মী, সিভিল ভলেন্টিয়ার, হোম গার্ড, প্যারা টিচার, ভিলেজ পুলিশ অক্সিলিয়ারি ফায়ার অপারেটররা অবসরকালীন সুযোগ সুবিধা হিসাবে যে তিন লক্ষ টাকা পেতেন তা বাড়িয়ে ৬ লক্ষ টাকা করে দেওয়া হয়েছে।