রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeবিনোদন'সব দোষ শুধু স্ত্রীয়ের..' সইফ হামলায় করিনার পক্ষ নিয়ে কী বললেন টুইঙ্কল...

‘সব দোষ শুধু স্ত্রীয়ের..’ সইফ হামলায় করিনার পক্ষ নিয়ে কী বললেন টুইঙ্কল খান্না

বছরের শুরুতেই সইফ আলি খানের বাড়িতে হানা দেয় এক ডাকাত। বাড়ি থেকে কিছু না নিয়ে যেতে পারলেও ডাকাতের ছুরির আঘাতে ঘায়েল হয়ে যান অভিনেতা। তড়িঘড়ি অভিনেতাকে ভর্তি করানো হয় লীলাবতী হাসপাতালে। অপারেশনের পর আপাতত তিনি সুস্থ এবং বাড়িতেই রয়েছেন।

সইফ সুস্থ হলেও মানুষের মানসিকতা একেবারেই সুস্থ নয়। সইফ যখন ডাকাতের সঙ্গে হাতাহাতি করছিলেন, তখন করিনা কোথায় ছিলেন? তিনি কি নেশাগ্রস্ত ছিলেন? চিৎকার চেঁচামেচি হওয়ার পরেও কেন তিনি উঠে এলেন না? করিনা বিরুদ্ধে এমন অনেক আপত্তিকর মন্তব্য করেছেন অনেকেই। এই প্রসঙ্গে করিনা কোনও কথা না বললেও এবার করিনার পক্ষ নিয়ে মুখ খুললেন টুইঙ্কল খান্না।

 

রবিবার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন টুইঙ্কল। টুপির আড়ালে ছবি পোস্ট করে তিনি লেখেন, ঘটনা যাই হোক না কেন দোষ দেওয়ার ক্ষেত্রে স্ত্রীরা ১ নম্বরে থাকেন। একজন অভিনেতাকে বাড়িতে যখন ছুরির আঘাত করা হয়, তখন সেই বিষয়ে কথা না বলে মানুষের আগ্রহ যে স্ত্রী কোথায় ছিলেন। কেন করিনা ছুটে এলেন না। তিনি কি বাড়িতে ছিলেন না নাকি খুব বেশি নেশাগ্রস্ত ছিলেন যে কিছুই শুনতে পাননি? পরিস্থিতি যাই হোক না কেন সব দোষ স্ত্রীর উপর চাপিয়ে দেওয়া যায়।

টুইঙ্কল আরও বলেন, তাহলে এটা তো বলাই যায় যে প্রত্যেক পরাজিত পুরুষের পেছনে মহিলা রয়েছে। আমাকে যদি কেউ তারকা স্ত্রী বলে ডাকে তাহলে আমার ভীষণ রাগ হয়। আমার মনে হয় আমার নিজস্ব একটি পরিচয় রয়েছে। সবকিছুর জন্য স্ত্রীদের দায়ী করবেন না। ধরুন আপনি মোটা, তাহলে লোকে বলবে বউ যত্ন করে না। যদি আপনি রোগা হন, তাহলে বলবে বউ দেখে না। মানে আপনি যাই হোক না কেন সব কিছু পেছনে স্ত্রীর দোষ থাকে। এটা করা বন্ধ করুন। আপনার মানসিকতা পাল্টান।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments