OSF প্রোডাকশন হাউজ সম্প্রতি একটি সম্মান জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত করেছিল কলকাতার রাজারহাটে। অনুষ্ঠানে বাংলার পর্ব এবং NRDO সদস্য অভিনেতা সবুজ বিশ্বাস পেলেন শর্ট ফিল্মে অভিনয় করার জন্য বিশেষ পুরস্কার। শুধু তাই নয়, শ্রেষ্ঠ মডেল হিসেবেও পুরস্কারে পুরস্কৃত হন তিনি। সবুজের এই কৃতিত্বে খুশি বাংলার পর্ব, বং হাব এবং NRDO পরিবারের সকল সদস্য