whatsapp স্ট্যাটাস লিখে পিতা শোভন চট্টোপাধ্যায়কে সরাসরি আক্রমণ করলেন পুত্র ঋষি চট্টোপাধ্যায়। বুধবার নিজের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে বাবাকে কড়া ভাষায় আক্রমণ করলেন শোভন পুত্র। শোভন পুত্র লিখেছেন, একজন মহিলা তার বিরুদ্ধে ওঠা যাবতীয় ভুল অভিযোগ খন্ডনের জন্য লড়াই করছেন। নিজের পরিবারকে রক্ষা করার জন্য আইনি লড়াই করছেন এমন একজনের বিরুদ্ধে যাকে ২২ বছর ধরে নিজের স্বামী বলে জেনেছেন।
শোভনের নাম উল্লেখ না করেই ঋষি লিখেছেন, জনসম্মুখে একজন মহিলার সঙ্গে কেমন ব্যবহার করতে হয় তাও জানেন না তিনি। এরপরেই অবশ্য নাম করেই পিতাকে কটাক্ষ করে তিনি লেখেন, কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে কুর্নিশ কারণ তিনি এখনো নিজের পড়ন্ত যৌবনে বান্ধবী খুঁজে বেড়াচ্ছেন।
এই হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখার পর ঋষির মোবাইলে একাধিকবার ফোন করেও যোগাযোগ করা যায়নি। স্বাভাবিকভাবেই ঋষির যোগাযোগ তালিকায় যারা রয়েছেন তারাই এই স্ট্যাটাস দেখতে পাবেন। ফলে একপ্রকার প্রকাশে এই বক্তব্য প্রকাশ করা হয়েছে এটাই মেনে নিচ্ছেন সকলেই। তবে ঋষির whatsapp নম্বরে বার্তা পাঠানো হলেও কোন জবাব দেননি তিনি। ফোনের জবাব দেন নি শোভনও।
২০১৮ সালের নভেম্বর মাসে বেহালা পর্ণশ্রী বাসভবন ছেড়ে গোলপার্কের একটি আবাসনে চলে যান শোভন চট্টোপাধ্যায়। ২০১৮ সাল থেকেই আর পরিবারের সঙ্গে থাকেন না তিনি। পর্ণশীর বাড়িতে থাকেন শৌনে স্ত্রী রত্না চট্টোপাধ্যায় এবং তার দুই ছেলে মেয়ে। প্রথম থেকেই মায়ের পাশে দাঁড়িয়েছেন তার সন্তান।
প্রসঙ্গত, গত শনিবার বিবাহ বিচ্ছেদ মামলা ঘিরে আলিপুর আদালত চত্বরে আরো একবার বাঘ বিতন্ডায় জড়িয়ে পড়েন শোভন এবং রত্না। উপস্থিত ছিলেন শোভনের বর্তমান বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বচশা থামানোর জন্য মাঠে নামতে হয়েছিল আদালতে উপস্থিত পুলিশ কর্মী এবং আইনজীবীদের। যদিও ভাইরাল হওয়া ওই ভিডিওর সততা এখনো প্রমাণ করেনি কোন সংবাদ মাধ্যম।