মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeবিনোদননা ফেরার দেশে পাড়ি দিলেন রামোজি ফিল্ম সিটির মালিক রামোজি রাও, মৃত্যুকালে...

না ফেরার দেশে পাড়ি দিলেন রামোজি ফিল্ম সিটির মালিক রামোজি রাও, মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭

পরলোক গমন করলেন ইটিভি নেটওয়ার্ক এবং রামোজি ফিল্ম সিটির প্রধান রামোজি রাও। হায়দরাবাদে গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৮৭। জানা যায় যে, উচ্চ রক্তচাপ এবং শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে গত ৫ই জুন তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। আর তারপর থেকে সেখানেই তাঁর চিকিৎসা চলে। এরপর আজ তিনি সকলকে ছেড়ে না ফেরার দেশে পাড়ি জমালেন।

মিডিয়া ব্যারন রামোজির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিভিন্ন মহলের মানুষজন। অনেকে তেলুগু সংবাদমাধ্যম এবং বিনোদন জগতে তাঁর উল্লেখযোগ্য অবদানের কথাও উল্লেখ করেছেন। তাঁর মৃত্যুতে বর্ষীয়ান বিজেপি নেতা জি কিষাণ রেড্ডি এক্স হ্যান্ডেলে শোক প্রকাশ করে লিখেছেন, ‘‘রামোজি রাওয়ের মৃত্যুতে শোকাহত। তেলুগু সংবাদমাধ্যমে তাঁর উল্লেখযোগ্য অবদান প্রশংসনীয়। তাঁর পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল।’’

রামোজির মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গ। রামোজি, চেরুকুরি রামোজি রাও নামেও পরিচিত ছিলেন। ‘রামোজি ফিল্ম সিটি’ তাঁর দ্বারাই নির্মিত, যা বিশ্বের বৃহত্তম সিনেমা সেট। রামোজি, ‘উষাকিরণ মুভিজ’ নামে একটি প্রযোজনা সংস্থারও মালিক ছিলেন। তিনি বিভিন্ন ভাষায় সিনেমা প্রযোজনা করেছেন এবং জিতেছেন জাতীয় পুরস্কার। বিনোদন জগতে তাঁর অবদান অনস্বীকার্য।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments