রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeবিনোদনলোক জড়ো করে রোজা ভেঙে ফেললেন রাখি, ইসলামেও আস্থা উঠে গেল নাকি?

লোক জড়ো করে রোজা ভেঙে ফেললেন রাখি, ইসলামেও আস্থা উঠে গেল নাকি?

কিছুদিন আগেই রাখি সাওয়ান্তকে দেখা গিয়েছিল রোজা পালন করতে কিন্তু সেই ছবি হঠাৎ করেই বদলে গেল।দুপুরবেলায় সবুজের সাথে সাদা ফুল ছাপা আর সাদা প্যান্টে রাখিকে দেখা গেল, চোখে ছিল সানগ্লাস। পাপরাজিৎরা তাকে ঘিরে ধরতেই রাখি বলে উঠলেন যে,” রোজা ভেঙে গেল ,আমার রোজা ভেঙে গেল”।

অন্য দিক থেকে এই প্রশ্নের উত্তরে কেন জিজ্ঞাসা করাতে রাখি দিলেন এক চমকপ্রদ জবাব। রাখি সাওয়ান্ত আদিল খান দুরানিকে বিয়ে করে ধর্ম বদলে ফেলেছিলেন। মুসলিম হওয়ার পর রাখির নাম হয়েছিল ফতিমা, তবে এখন আদিল এর সঙ্গে তার সম্পর্ক দুনোমনা চলছে।

ইতিমধ্যেই রাখির আনা অভিযোগে আদিল জেলে, তবে জানা গেছে স্বামীর সঙ্গে মনোমালিন্য হয়ে থাকলেও রাখি এখনো পর্যন্ত ইসলাম ধর্ম ত্যাগ করেননি। রমজান মাসে রোজা পালন করেছেন তিনি এই খবর অবশ্যই নিজেই জানিয়েছেন সংবাদ মাধ্যমকে।

এবার হঠাৎ করে এই রোজা ভাঙ্গার কারণে জিভ বার করে দেখালেন। দেখা গেল রাখির মুখে রয়েছে চুইংগাম, যার কারণেই তিনি বলেছেন রোজা ভেঙে গিয়েছে, তিনি চুইংগাম খাচ্ছেন”।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments