নিম্নচাপ যেন পিছু ছাড়ছে না আমাদের। ষষ্ঠীর মধ্যেই ফের নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু এলাকায় নববী থেকে তৈরি হতে পারে বৃষ্টির সম্ভাবনা। তবে পূজার মধ্যে ভারী কোন বৃষ্টির সম্ভাবনা নেই।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন, দক্ষিণবঙ্গের নিচু এলাকায় মূলত উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবেশ করছে যার ফলে ২০অক্টোবরের মধ্যে বঙ্গোপসাগরের একটি নিম্নচাপের সৃষ্টি হতে পারে। এই নিম্ন চাপের ফলে দুর্গাপুজোর শেষের দিকে অর্থাৎ নবমী এবং দশমীতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামী রবিবার পর্যন্ত আপাতত দক্ষিণবঙ্গে কোথাও বৃষ্টিপাত হবে না। অষ্টমী পর্যন্ত থাকবে শুষ্ক আবহাওয়া। তবে নবমী থেকে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকায় হতে পারে সামান্য বৃষ্টি। তবে বৃষ্টি বাড়বে দশমীর দিন। এই হালকা বৃষ্টিতে পুজোয় কোন সমস্যা তৈরি হবে না বরং তৈরি হবে একটি মনোরম পরিবেশ।
বাংলা থেকে ইতিমধ্যেই বর্ষা বিদায় নিয়েছে। আপাতত কোন ভারী বর্ষণে সম্ভবনা নেই তবে নিম্নচাপের কারণে কিছুটা হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর।