দীর্ঘদিনের অসুস্থতার পর অবশেষে না ফেরার দেশে চলে গেলেন চলচ্চিত্র এবং টেলিভিশন প্রযোজক তথা চিত্র গ্রাহক প্রেম সাগর। কিংবদন্তি পরিচালক রামানন্দ সাগরের বড় পুত্র প্রেম সাগরের মৃত্যু হল ৩১ আগস্ট।
রবিবার মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে মৃত্যু হয় পরিচালকের। মৃত্যুর সময় পরিচালকের বয়স ছিল ৮৪ বছর। প্রেম সাগরের মৃত্যুতে শোকোস্তব্ধ গোটা বলিউড। রামায়ণ ধারাবাহিকের অন্যতম প্রধান মুখ অরুণ গোবিল তথা পর্দার রাম পরিচালকের মৃত্যুতে শোক জ্ঞাপন করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, রামানন্দ সাগরজির পুত্র শ্রী প্রেম সাগরজির মৃত্যু সংবাদ অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও লেখেন, রামায়ণ টিভি সিরিয়ালের মাধ্যমে ভগবান শ্রী রামের মর্যাদা, আদর্শ এবং শিক্ষা প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়েছিলেন যিনি, সেই বিখ্যাত চলচ্চিত্র প্রযোজকের মৃত্যুতে আমি ভীষণভাবে শোকাহত। আমরা ভগবান শ্রী রামের কাছে ওঁর আত্মার শান্তি কামনা করি। ওঁর পরিবারকে এই গভীর শোক সহ্য করার ক্ষমতা দিন। ওম শান্তি।
১৯৬৮ সালে পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে সিনেমাটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছিলেন প্রেম সাগর। পরবর্তীকালে যোগ দেন পরিবারের নিজস্ব প্রযোজনা সংস্থায় তিনি। শুধু ছোট পর্দা নয়, বড় পর্দাতেও তাঁর শৈল্পিক ভাবনা বারবার ফুটিয়ে তুলেছিলেন নিখুঁতভাবে। রামসাগরের মৃত্যুর পর প্রযোজনা সংস্থার দায়িত্ব নেবেন তাঁর পুত্র শিব সাগর।