রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeপ্রযুক্তিচন্দ্রবিজয়ের পরে নতুন মিশনের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

চন্দ্রবিজয়ের পরে নতুন মিশনের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

আজ সত্যিই একটি গর্বের দিন সারা ভারতবাসীর কাছে। সন্ধ্যা ৬ টা ৪ মিনিট নাগাদ চাঁদের মাটি স্পর্শ করেছে চন্দ্রযান। এই সাফল্যের মধ্যেই বিজ্ঞানীদের শুভেচ্ছা জানিয়ে মোদি বলেছেন, আমার বিশ্বাস আগামী প্রজন্ম চাঁদের বুকে পর্যটনের স্বপ্ন দেখবে। দূরের চাঁদ মামা আর দূরে থাকবে না।

আজ ভারতীয় সময় ৬ টা৪ মিনিটে চাঁদের মাটি চন্দ্রযান স্পর্শ করার সময় ইসরোর সঙ্গে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এখন রাশিয়ায় আছেন তাই ভার্চুয়াল মাধ্যমে তিনি যোগাযোগ স্থাপন করেন। প্রত্যেক ভারতবাসীর মতই তার চোখেমুখে দেখা গিয়েছে আজ উত্তেজনা। কিন্তু সেই মুহূর্তে ফোটে জয়ের হাসি।

ভার্চুয়াল মাধ্যমে ছোট পরিসরের সঙ্গে সদস্য রেখেই ছোট জাতীয় পতাকা হাতে নিয়ে বসেছিলেন নরেন্দ্র মোদি। ভারতের এই সাফল্যের পরেই তিনি বলেন, ভারতের শিশুরা এতদিন চাঁদকে দূর থেকেই দেখে এসেছে, আমার বিশ্বাস খুব শীঘ্রই আগামী প্রজন্মে শিশুরা চাঁদের মাটিতে ঘুরতে যেতে পারবে।

আজ ভারতের বিজ্ঞানীরা আরও একটি উজ্জ্বল ভবিষ্যতের দিকে নিয়ে গেল নিজের দেশকে। রাশিয়া, চিন, জাপান এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র যা করে উঠতে পারেনি তা করে দেখিয়েছে ভারত। মঙ্গল গ্রহ চাঁদ এর পর এবার শুক্র গ্রহে অভিযান চালাবেন ইসরোর বিজ্ঞানীরা। এই সাফল্য আরও বেশি বিজ্ঞানীদের আত্মবিশ্বাস বাড়িয়ে তুলেছে বলেই মনে করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments