মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeদেশপিয়ালির হেলিকপ্টার উদ্ধার আটকে দিনভর, দুশ্চিন্তায় সকলে

পিয়ালির হেলিকপ্টার উদ্ধার আটকে দিনভর, দুশ্চিন্তায় সকলে

চন্দননগরের গর্ব পিয়ালী বসাক। এই পর্বতারোহীর জন্য বারংবার আমাদের বুক গর্বে ভরে ওঠে এবং হওয়াটাই স্বাভাবিক। বেশ কয়েকদিন ধরেই তাঁর খোঁজ না পাওয়ায় পরিবারসহ সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে গিয়েছিল। অবশেষে পিয়ালীর খোঁজ পাওয়া গিয়েছে এমনকি এজেন্সির তরফ থেকেও পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয়েছে শারীরিকভাবে সুস্থ রয়েছেন পিয়ালী। খুব সম্ভবত মনে করা হচ্ছে ফ্রস্টবাইটের শিকার হয়েছেন তিনি, তবে তা কতটা গুরুতর এবং শরীরের কোথায় হয়েছে তা আপাতত জানা যায়নি। পিয়ালীকে পাওয়া গিয়েছিল গত বৃহস্পতিবার ৭৮০০ মিটার উচ্চতায় যেখান থেকে শেরপারা তাঁকে উদ্ধার করেন।

তবে খারাপ আবহাওয়ার জন্য আপাতত হেলিকপ্টারে করে নিয়ে আসা সম্ভব হয়ে উঠছে না তাঁকে। শনিবারও তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছিল। হেলিকপ্টারে গত বৃহস্পতিবার সকালে। তবে তাঁরা মনে করেছিলেন পিয়ালীকে নিয়ে তাঁরা শুক্রবারে ক্যাম্প ২ এ নেমে আসবেন কিন্তু তাঁরা যা সম্ভব হয়নি। ইতিমধ্যেই ফ্রস্টবাইট নিয়ে মুখ খুলেছেন পর্বতারোহী দেবাশীষ বিশ্বাস। তিনি বলেন এমতবস্থায় যত তাড়াতাড়ি পিয়ালীকে নিচে নামানো যাবে ততই আঙুল বাঁচানো সম্ভব বাড়বে। যদি হেলিকপ্টারে করে তাঁকে কাঠমান্ডু আনা যায় তাহলে চিকিৎসা ব্যবস্থা আরো দ্রুত শুরু হতে পারে। আপাতত তাঁরা রয়েছে ক্র্যাম্পন পয়েন্টে যা অনেকটাই নিচে সে কারণে গরম জলে হাত-পা ঢুকিয়ে রাখা সম্ভব হবে।

পিয়ালী বসাকের অভিযান নতুন নয়, এর আগেও তিনি বহু শৃঙ্গ জয় করেছেন এবং চন্দননগরের নাম উজ্জ্বল করেছেন। আমাদের বঙ্গ তনয়া এভাবেই এগিয়ে চলুক। এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠুক সকলের জন্য আপাতত তাঁর দ্রুত সুস্থতা কামনা করি আমরা। পিয়ালী আবার সুস্থ স্বাভাবিক হয়ে তাঁর পরিবারের কাছে ফিরে আসুক এটাই কাম্য। আরো অনেক নতুন অভিযান অপেক্ষা করছে পিয়ালীর জন্য।আরো অনেক চমক বাকী আর সেটার জন্যই আমরা অপেক্ষারত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments