রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeবিনোদনএকসঙ্গে কাজ করবেন পরমব্রত এবং অনুপম, চমকে গেলেন সকলে

একসঙ্গে কাজ করবেন পরমব্রত এবং অনুপম, চমকে গেলেন সকলে

বর্তমানে টলিউডের সব থেকে হট টপিক পরম পিয়ার বিয়ে। বন্ধু অনুপম রায়ের প্রাক্তন স্ত্রীকেই জীবনসঙ্গিনী হিসেবে বেছে নিলেন এত দিনের টলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলার পরমব্রত, তবে তার জন্য কিছু কম কথা শুনতে হচ্ছে না তাদের। আসলে বিনোদনের দুনিয়ায় হিসেবেনিকেশ বড়ো গোলমেলে। কোনো সম্পর্ক কিংবা কোনো বিবাদ বেশিদিন স্থায়ী নয় ইন্ডাস্ট্রিতে। সকলেরই জানা যে সৃজিত মুখোপাধ্যায় এবং দেবের সম্পর্ক আদায় কাঁচকলায়। তবে, সব ঝামেলাকে দূরে সরিয়ে দুজনে জানিয়েছিলেন, তাঁরা একসঙ্গে ছবি করবেন।

 

এবার সৃজিত পরিচালিত থ্রিলার সিনেমায় দেব ও রুক্মিণী মৈত্র জুটিকে দেখা যেতে চলেছে। এর পাশাপাশি রয়েছে বিরাট চমক জানেন কি? তাঁদের সঙ্গে যোগ দিচ্ছেন আরেক জুটি। সেই জুটি আর কেউ নন পরমব্রত চট্টোপাধ্যায় এবং স্বস্তিকা মুখোপাধ্যায়, যাঁরা একসময় একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। একটা সময়ে স্বস্তিকা ও পরমব্রতর সম্পর্কও তেমন ভাল ছিল না। কিন্তু তার পরেও তাঁরা ‘শাহজাহান রিজেন্সি’ এবং গত বছর ‘শিবপুর’ প্রভৃতি সিনেমা করেছিলেন। ফের তাঁরাবেরুজিতের পরিচালিত সিনেমায় জুটি বাঁধতে চলেছেন।

এই সিনেমার সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়। ভাবা যায় যাঁর প্রাক্তন স্ত্রী এখন পরমব্রতর বর্তমান তাঁরাই একসাথে কাজ করতে চলেছেন এই সিনেমায়। অনুপম এবং পরমব্রতর মধ্যে আগেকার হৃদ্যতা নেই, তবে কাজের পথে এই ব্যক্তিগত বিষয় কখনোই অন্তরায় হয়নি তা স্পষ্ট। শোনা যাচ্ছে, সিনেমার নাম ‘টেক্কা’, প্রযোজনায় দেব এন্টারটেনমেন্ট। জানুয়ারি মাস থেকে সিনেমার কাজ শুরু হওয়ার কথা। যখনই দেব এবং সৃজিতের ছবি বক্স অফিসে মুখোমুখি হয়েছে, অভিনেতা-পরিচালকের মধ্যে ছোটখাটো ঝামেলা হয়েছে।

চলতি বছর পুজোতেও দেবের ‘বাঘা যতীন’ এবং সৃজিতের ‘দশম অবতার’ মুখোমুখি হয়েছিল, তবে এবার দুজনের কোনো বাদানুবাদের খবর পাওয়া যায়নি, কারণ তাঁরা একসঙ্গে সিনেমা করার কথা আগেভাগেই জানিয়ে দিয়েছিলেন। দুজনের ফ্যানক্লাবও তাই নেটমাধ্যমে কোনরকম লড়াইয়ে শামিল হয়নি। আসলে দেব ও সৃজিত দুজনেই পেশাদার ব্যক্তিত্ব। তাই কাহিনি পছন্দ হলে দেব, সৃজিতের পরিচালনায় কাজ করতে কখনোই আপত্তি জানাবেন না। সৃজিত বরাবরই তাঁর পছন্দের অভিনেতাদের নিয়ে কাজ করতে স্বচ্ছন্দ বোধ করেন। পরমব্রত ও স্বস্তিকা তাঁর অন্যতম পছন্দের অভিনেতা ও অভিনেত্রী। তাঁর পরিচালনায় পরমব্রত ছটি এবং স্বস্তিকা তিনটি সিনেমা করেছেন। দেব ও পরমব্রত আগে ‘পাসওয়ার্ড’ সিনেমাতে একসঙ্গে কাজ করেছেন। দেব ও রুক্মিণীর সঙ্গে এই প্রথম বার কাজ করবেন সৃজিত। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের পুজোয় সৃজিত পরিচালিত ‘টেক্কা’ নামক সিনেমাটি মুক্তি পেতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments