বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪
Homeবিদেশকাঞ্চনের প্রশংসায় পঞ্চমুখ দেব, উঠে আসলো কল্যাণ প্রসঙ্গ, জানুন বিস্তারিত

কাঞ্চনের প্রশংসায় পঞ্চমুখ দেব, উঠে আসলো কল্যাণ প্রসঙ্গ, জানুন বিস্তারিত

লোকসভা নির্বাচনের পারদ তুঙ্গে। এবার ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে প্রচার করলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। দেব অভিনেতা-বিধায়ক কাঞ্চনকে সঙ্গে নিয়ে কেশপুরের মোহনপুর এলাকায় ভোটপ্রচারে যান। তিনি জানান, কাঞ্চন তাঁর দীর্ঘ দিনের বন্ধু। আর তাছাড়া কাঞ্চনের ভক্তদের ভাল লাগবে বলে প্রচারে তাঁকে সঙ্গে নিয়ে এসেছেন। কর্মী এবং সমর্থকেরা এই দুই অভিনেতা-রাজনীতিকের গলায় মালা পরিয়ে শুভেচ্ছা জানালেন। এইসময় কাঞ্চনকে পাশে নিয়ে দেব প্রশংসায় পঞ্চমুখ হন।

অপরদিকে বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তৃণমূল প্রার্থী দেবের উদ্দেশ্যে যে কড়া কড়া মন্তব্য করেছিলেন সেই প্রসঙ্গে দেব বলেন, ‘‘আমার মনে হয় ও পাগল হয়ে গেছে! রাশিয়া-ইউক্রেনের যুদ্ধেও ও দেবকে দেখবে। এত গরম বাড়ছে কেন, তাতেও দেব দেখবে। হিরণের এমন একটা অবস্থা হয়ে গেছে যে দিনে-রাতে উঠতে-বসতে দেবকে দেখছে! কোনো কিছু খারাপ মনে হলেই দেব? রাতে ঘুম না এলে বলবে দেব। তবে হিরণকে শুভেচ্ছা, গরম বেড়েছে। নিজের শরীরের দিকে লক্ষ রাখতে বলব। প্রচুর জল খেতে বলব। ওআরএস খেতে বলব।’’

সকল বক্তব্যের মাঝে উঠে আসে কল্যাণকাণ্ডের প্রসঙ্গ। আসলে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচারে গিয়ে অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিককে যথেষ্ট অপ্রস্তুত হতে হয়েছিল। মহিলারা ‘রিয়্যাক্ট’ করছেন বলে বিদায়ী সাংসদ কল্যাণ, কাঞ্চনকে প্রচারগাড়ি থেকে নেমে যেতে বলেছিলেন। তবে এই প্রসঙ্গ উঠতেই কাঞ্চন মল্লিক বাংলা সিনেমার উদাহরণ টেনে বললেন, ‘‘হাত বাড়ালেই বন্ধু। আমি তৃণমূল কর্মী। যে প্রার্থী ডাকবেন, আমি যাব।’ দেবকে জড়িয়ে ধরে কাঞ্চন বলে , ‘‘ও আমাকে কাছে টেনে নিয়েছে, এটাই যথেষ্ট। সাধারণ মানুষ রয়েছেন। তাঁদের ভালবাসা রয়েছে। এটাই তো থাকে, আর কিছু থাকে না।’’

কাঞ্চন জানান যে, দেবের হয়ে প্রচারে আসতে পেরে তিনি বেশ উচ্ছ্বসিত। তাঁরা দুজনে মন্দিরে পুজো দিয়ে একসঙ্গে এলাকায় প্রচার সারেন। দেব বলেন, ‘‘আপনাদের আশীর্বাদ, ভালবাসা নেওয়ার জন্য এসেছি।’’ কাঞ্চন বলেন, ‘‘দীপক অধিকারী, দেব ঘাটাল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি চাইব, তাঁর কাজের নিরিখে তাঁকে বিপুল ভোটে জয়ী করবেন। আমি ওকে ছোট ভাই বলে ডাকি। অনেকগুলো সিনেমাতে বলেছি। তোমার পাশে মানুষ আছেন, তোমাকে ভালবাসা দিয়ে ভোট দিয়ে আবার নির্বাচিত করবেন মানুষ।’’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments