বৃহস্পতিবার, জানুয়ারি ১৬, ২০২৫
Homeখেলাক্রিকেট১৮ বছরেই ক্রিকেটকে বিদায় দিলেন পাকিস্তানের মহিলা ক্রিকেটার, কারন জানুন

১৮ বছরেই ক্রিকেটকে বিদায় দিলেন পাকিস্তানের মহিলা ক্রিকেটার, কারন জানুন

এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি। ভারতীয় অভিনেত্রী জায়রা ওয়াসিমের মতোই সিদ্ধান্ত গ্রহণ করলেন পাকিস্তানের ক্রিকেটার আয়েশা নাসিম। বয়স মাত্র ১৮ বছর। আচমকা তিনি সিদ্ধান্ত নিলেন ক্রিকেট থেকে অবসরের। তবে অবসরের কারণটি শুনলে আরো হতবাক হতে হয় তার ইচ্ছা তিনি বাকি জীবন টুকু ইসলাম ধর্ম মেনেই কাটিয়ে দেবেন।

আয়শার ঝুলিতে রয়েছে ৩৪টি আন্তর্জাতিক ম্যাচ, ৩০টি টি-টোয়েন্টি ম্যাচ এবং ৪টি একদিনের ম্যাচ। ৩৬৯ রান করেন তিনি টি-টোয়েন্টিতে এমনকি একদিনের ক্রিকেটে তিনি রান করেছেন সর্বোচ্চ ৩৩। সকলেই তাঁকে নিয়ে আশাবাদী ছিলেন, এক্সপেক্টেশনও কম ছিল না। দুর্দান্ত পারফরমেন্স দিয়ে নজর কেড়েছিলেন তিনি। ক্রিকেট জীবনের মধ্য গগনে রয়েছে তিনি এমতাবস্থায় তার অবসর নেওয়ার সিদ্ধান্তে স্তম্ভিত সকলেই।

আয়েশার ক্রিকেটে হাতে খড়ি হয়েছিল ২০২০ সালে। আক্রমণাত্মক খেলার ধরন দেখে পাকিস্তানের ক্রিকেটাররা এক নতুন দিগন্ত পাচ্ছিল বলে মনে করছিলেন কিন্তু আচমকাই আয়েশার এহেন সিদ্ধান্তে কেউ খুশি নন। প্রশ্ন উঠছে নানান মহলে আয়েশার এহেন সিদ্ধান্ত বারবারই অভিনেত্রী জায়রা ওয়াসিমের স্মৃতি উস্কে দিচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments