নিজস্ব প্রতিবেদন : এনআরডিও ন্যাশনাল রিসার্চ এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন বিভিন্ন পিছিয়ে পড়া মহিলাদের স্বাবলম্বী করতে তাদের পাশের নানান ভাবে দাঁড়ানোর চেষ্টা করা হয়। বিভিন্ন রকম হাতের কাজ শেখানো থেকে নানান উদ্যোগ নিয়ে থাকে এনআরডিও।
এবার এই এনআরডিওর আরো এক নতুন পদক্ষেপের কথা জানালেন এন আর ডি ওর চেয়ারম্যান সোমনাথ ঘোষ। একুশে ফেব্রুয়ারি এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে তারা জানায় এই পিছিয়ে পড়া মহিলাদের হাতে তৈরি বিভিন্ন জামা কাপড় নিয়েই হতে চলেছে এক অত্যাধুনিক ফ্যাশন শো।
এই প্রথমবার বড় বড় ডিজাইনারের জামাকাপড় ছাড়া সাধারণের পিছিয়ে পড়া মহিলাদের হাতে তৈরি জামা কাপড় পড়েই হাঁটবে প্রায় কুড়ি জন মডেল। এই উদ্যোগের প্রথম শো হতে চলেছে মার্চ মাসের শেষে মোহিত মঞ্চে।
এছাড়াও পরবর্তীকালে আসানসোল, শিলিগুড়ি, এই শো করতে চলেছে এনআরডিও। এই ফ্যাশন শোয়ের মাধ্যমেই তারা পিছিয়ে পড়া মহিলাদের হাতে তৈরি জামাকাপড় পৌঁছে দিতে চেয়েছে পশ্চিমবঙ্গের কোনায় কোনায়।