শনিবার, এপ্রিল ২৬, ২০২৫
Homeবিদেশইজরায়েলি হামলায় প্রায় ৫৫ জন প্যালেস্টাইনি নিহত

ইজরায়েলি হামলায় প্রায় ৫৫ জন প্যালেস্টাইনি নিহত

ইজরায়েল এবার সীমান্ত বরাবর গাজার ভূখণ্ডের বেশ কিছুটা জায়গা দখল করে সেখানে নতুন করিডর তৈরির কথা ঘোষণা করেছে। এর পাশাপাশি গত কাল গাজায় হামলার কথাও জানিয়েছে ইজরায়েল। আর সেই ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যে ইজরায়েল প্রবল আক্রমণ শানাতে শুরু করেছে। এই ইজরায়েলি হামলায় প্রায় ৫৫ জন প্যালেস্টাইনি নিহত হয়েছেন। প্রবল আতঙ্কে গাজাবাসী।

ইজরায়েলি বাহিনী আজ শুজাইয়া, জাদিদা, তুর্কোমেন, জেইতুন-সহ গাজার বিভিন্ন এলাকা দ্রুত খালি করার নির্দেশ দিয়েছে। হামাসকে নির্মূল করার জন্য তারা এই আক্রমণের তীব্রতা আরো বাড়াবে। তাই সেখানকার বাসিন্দারা যত দ্রুত সম্ভব যাতে ওই এলাকা খালি করে দেন সেকথা স্পষ্ট করে জানিয়েছে ইজরায়েলি বাহিনী। আজ গাজা স্ট্রিপের দক্ষিণে খান ইউনিস শহরের নাসের হাসপাতালে ১৪টি মৃতদেহ এসেছে।

১৪ জন মৃতের মধ্যে একই পরিবারের ৯ জন সদস্য নিহত হয়েছেন। এই ৯ জন সদস্যের মধ্যে পাঁচ শিশু ও চার জন মহিলা বলে জানা গেছে। এছাড়াও আরো ২১টি মৃতদেহ আনা হয়েছে খান ইউনিস শহরেরই ইউরোপীয়ান হাসপাতালে, যার মধ্যে পাঁচ জন শিশু রয়েছে, যাদের সকলের বয়স ১ থেকে ৭ বছরের মধ্যে। এমনকি ওই নিহতদের তালিকায় এক অন্তঃসত্ত্বা রয়েছেন। গাজা শহরের আহলি হাসপাতালে ৭ জন শিশু সহ ২১ জনের মৃতদেহ আনা হয়েছে বলে খবর।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments