রবিবার, এপ্রিল ২৭, ২০২৫
Homeবিনোদনকল্কি ২৮৯৮ এডি নিয়ে বড় আপডেট দিলেন নাগ অশ্বিন

কল্কি ২৮৯৮ এডি নিয়ে বড় আপডেট দিলেন নাগ অশ্বিন

গত বছর কল্কি সিনেমাটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করেছিল। এবার পালা সিক্যুয়েলের। চলতি বছর ডিসেম্বর মাসে মুক্তি পেতে চলেছে কল্কি ২৮৯৮ এডি। সিনেমা নিয়ে এবার বড় আপডেট দিতে দেখা গেল পরিচালক নাগ অশ্বিনকে।

নাগ অশ্বিন পরিচালিত প্রথম সিনেমা ইয়েভাদে সুব্রামনিয়াম সিনেমাটি পুনরায় সিনেমা হলে মুক্তি পেতে চলেছে। পরিচালকের পরিচালনায় প্রথম চলচ্চিত্রের ১০ বছর উদযাপনের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে কল্কি সিক্যুয়েল নিয়ে বড় আপডেট দিতে দেখা গেল পরিচালককে।

পরিচালক বলেন, প্রথম পর্বে প্রভাস ওরফে কর্ণের চরিত্রের কিছু সীমাবদ্ধতা থাকার কারণে ভক্তদের মধ্যে ক্ষোভ জন্ম নিয়েছিল। কিন্তু দ্বিতীয় পর্বে প্রভাসের চরিত্রের সময়সীমা আগের থেকে অনেক বেশি থাকবে কারণ দ্বিতীয় পর্বটি মূলত কর্ণ এবং অশ্বথামা চরিত্রকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে।

এর আগে অন্য একটি সাক্ষাৎকারে অশ্বিন দাবি করেছিলেন, কল্কি সিক্যুয়েল সম্পূর্ণ হতে তিন বছর সময় লেগে যাবে। প্রথম পর্বে প্রভাস কে একজন উচ্চাকাঙ্ক্ষী দানশীল শিকারী ভৈরবে চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল অশ্বথামার চরিত্রে অভিনয় করতে। দীপিকাকে দেখা গিয়েছিল গর্ভবতী একজন বন্দী নারীর চরিত্রে অভিনয় করতে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments