মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeবিনোদনমাতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী, সমবেদনা জানালেন কুনাল ঘোষ

মাতৃহারা হলেন মিঠুন চক্রবর্তী, সমবেদনা জানালেন কুনাল ঘোষ

মাতৃহারা হলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। তিন বছর আগেই বাবাকে হারিয়েছিলেন তিনি। আজ অর্থাৎ শুক্রবার মা শান্তিরানী চক্রবর্তীকে হারালেন মিঠুন চক্রবর্তী।

জোড়া বাগানের বাড়িতে চার ভাই বোন এবং বাবা-মার সঙ্গে একসময় থাকতেন মিঠুন। মুম্বাইতে পাড়ি দিয়েছিলেন স্বপ্ন পূরণের উদ্দেশ্যে। তারপর দীর্ঘ দিনের যুদ্ধ এবং অবশেষে পেয়েছিলেন সফলতা। মা শান্তিরানী চক্রবর্তীকে অভিনেতা নিয়ে এসেছিলেন মুম্বাইতে। সেখানেই ছেলের সঙ্গে থাকতেন শান্তিরানী দেবী। শুক্রবার অর্থাৎ আজ মুম্বাইতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শান্তিরানী চক্রবর্তী।

খবর জানাজানি হতেই সংবাদমাধ্যমে তরফ থেকে মিঠুনের কনিষ্ঠ পুত্র নমশী চক্রবর্তীর সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, হ্যাঁ খবরটা সত্যি। ঠাকুরমা আর আমাদের মধ্যে নেই।

খবর প্রকাশে আসার পর শোক প্রকাশ করে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ বলেন, মিঠুন চক্রবর্তীকে আমার তরফ থেকে জানাই আন্তরিক সমবেদনা। আশা করি মিঠুনদা এবং তার পরিবার এই শোক খুব তাড়াতাড়ি সামনে উঠতে পারবেন। প্রসঙ্গত, অতীতে একে অপরকে কড়া সমালোচনা করলেও অভিনেতার এই দুঃসময়ে সমবেদনা জানাতে ভোলেননি তৃণমূলের মুখপাত্র।

উল্লেখ্য, বহু বছর পর ফের রিয়ালিটি শো-এর হাত ধরে বাংলা টেলিভিশনের পর্দায় ফিরেছেন মিঠুন চক্রবর্তী। মাতৃবিয়োগে কিছুদিন তিনি টেলিভিশনের পর্দা থেকে ছুটি নেবেন কিনা তা সময় বলতে পারবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments