অঙ্কুশ হাজরার পর এবার মিমি চক্রবর্তীকে ডেকে পাঠাল ইডি। বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এই সমন করা হয়েছে বলে জানা গিয়েছে। এনফোর্সমেন্ট ডিরেক্টরের নির্দেশ অনুযায়ী আগামী সোমবার মিমিকে হাজরা দিতে হবে দিল্লির অফিসে।
তবে শুধু মিমি নন, তালিকায় রয়েছেন আরও এক জনপ্রিয় অভিনেত্রীর নাম। ঊর্বশী রাউতেলাকেও নাকি সমন পাঠানো হয়েছে ইডির তরফ থেকে। সোমবার মিমির পর মঙ্গলবার ঊর্বশী হাজিরা দেবেন দিল্লির অফিসে।
বেটিং অ্যাপ কেলেঙ্কারিতে এর আগেও ডেকে পাঠানো হয়েছিল বিভিন্ন তারকাকে। সুরেশ রায়না থেকে শুরু করে শিখর ধবন, এই তালিকায় রয়েছেন একাধিক খ্যাতনামা ব্যক্তিত্বের নাম। মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি, যে তালিকায় বিজয় দেবেরকোন্ডা থেকে কপিল শর্মা রয়েছে অনেকের নাম।
এবার একের পর এক নাম জড়াচ্ছে টলিউড অভিনেতা-অভিনেত্রীদের। অঙ্কুশ মিমির পর আর কোনও টলি তারকার নাম জড়াই কিনা সেটাই এখন দেখার। তবে দুর্গাপুজার আগে মিমি যে বড় ঝামেলায় পড়লেন তা বলাই বাহুল্য।
