রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeদেশমিগজাউম-উদ্বেগে বাংলার খেলোয়াড়েরা, খেলা হবে গভীর রাতে

মিগজাউম-উদ্বেগে বাংলার খেলোয়াড়েরা, খেলা হবে গভীর রাতে

দক্ষিণ ভারত ভীষণভাবে বিধ্বস্ত হয়ে পড়েছে ঘূর্ণিঝড়ের ফলে। ভীষণ খারাপ অবস্থা তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে। এরই মধ্যে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে খেলতে গিয়ে সমস্যায় পড়ে গেছেন বাংলা টেবিল টেনিস খেলোয়াররা। এই মুহূর্তে দক্ষিণ ভারতে চলছে ন্যাশনাল রাঙ্কিং টেবিল টেনিস প্রতিযোগিতা কিন্তু ঘূর্ণিঝড় হবার ফলে সেখানে সোমবার থেকেই পরিস্থিতি ভীষণ শোচনীয়।

প্রতিযোগিতা শেষ হবার কথা মঙ্গলবার অর্থাৎ পাঁচ ডিসেম্বর কিন্তু সেই দিন ঘূর্ণিঝড় আসার কথা দক্ষিণ ভারতে তাই কোন রকমে সোমবার গভীর রাত পর্যন্ত খেলা হবে বলে জানা গেছে। এই দলের সঙ্গে গিয়েছেন বাংলার প্রাক্তন খেলোয়াড় পৌলমী ঘটক। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন,” এখানে অবস্থা ভীষণ খারাপ। একটানা ঝড় বৃষ্টি হচ্ছে। বড়দের খেলা হয়ে গেলেও ছোটদের খেলা এখনো বাকি। সোমবার গভীর রাত পর্যন্ত খেলা হওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে কিন্তু পরিস্থিতি যা তাতে যে কোনো সময় খেলা বন্ধ হয়ে যেতে পারে।”

পৌলমী আরো বলেছেন,” যেখানে খেলা হচ্ছে সেটা আন্ডারগ্রাউন্ড। যে কোনো সময় জল ঢুকে বড় সমস্যা হতে পারে তাই কেউ ঝুঁকি নিতে চাইছে না। ঝড় বৃষ্টির ফলে যেভাবে ট্রেন বাস বন্ধ হয়ে যাচ্ছে সেখানে কি করে পঞ্চ কুলায় আমরা পৌঁছবো বুঝতে পারছি না।” হরিয়ানার পঞ্চ কুলায় আগামী ৮ ডিসেম্বর থেকে টেবিল টেনিস প্রতিযোগিতা হওয়ার কথা কিন্তু যেভাবে ট্রেন এবং বিমান বাতিল হয়ে যাচ্ছে তাতে কিভাবে তারা সেখানে পৌছবেন বুঝতে পারছেন না।

ইতিমধ্যেই ঘূর্ণিঝড় এসে পড়েছে দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ুর কাছাকাছি। চেন্নাই থেকে ৯০ কিলোমিটার পূর্ব এবং উত্তর-পূর্বে, পুদুচেরি থেকে ২০০ কিলোমিটার উত্তর পূর্বে, বাপাতলার ৩০০ কিলোমিটার দক্ষিণ এবং দক্ষিণ পূর্বে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়টি। আগামীকাল দুপুর বেলা ল্যান্ড ফল হওয়ার কথা তার আগেই উপকূলবর্তী এলাকা থেকে সমস্ত এলাকাবাসীকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ স্থানে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments