বুধবার, ডিসেম্বর ৪, ২০২৪
Homeকলকাতাসপ্তাহান্তে বঙ্গে ফের পারদপতন, বৃষ্টির সম্ভাবনা দার্জিলিঙে

সপ্তাহান্তে বঙ্গে ফের পারদপতন, বৃষ্টির সম্ভাবনা দার্জিলিঙে

এবার ফের সপ্তাহান্তে পারদপতনের সম্ভাবনার কথা জানালো আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে আসছে শীত। হাওয়া অফিসের তরফে জানা গেছে যে, আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি কমতে পারে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই। আসলে ঘূর্ণিঝড় ফেনজল এখন তার শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়ে আরব সাগরে কর্নাটক উপকূলের কাছাকাছি রয়েছে। মূলত এই কারণেই পশ্চিমবঙ্গে গত কয়েক দিনে তাপমাত্রা বেড়েছিল। যদিও চলতি সপ্তাহে ফের তাপমাত্রা কমতে চলছে বঙ্গে, তবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।

উপকূল-সংলগ্ন কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা থাকলেও দক্ষিণবঙ্গের সর্বত্র আকাশ পরিষ্কার থাকবে বলেই খবর। সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশা দেখা যেতে পারে। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম জেলার কয়েকটি এলাকা, বুধবার হালকা থেকে মাঝারি কুয়াশায় ঢাকতে পারে এবং তার পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায় মাঝারি কুয়াশা থাকবে। হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণের জেলাগুলিতে চলতি সপ্তাহে ধীরে ধীরে রাতের তাপমাত্রা কমবে। আর বৃহস্পতি থেকে শনিবারের মধ্যেই এক ধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা রয়েছে।

এদিকে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিনে রাতের তাপমাত্রা পরিবর্তনের খুব একটা সম্ভাবনা না থাকলেও কোনো কোনো জেলায় ২ থেকে ১ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে বলে জানা গেছে। দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। আগামী শুক্র ও শনিবার, দার্জিলিং এবং কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি কিংবা তুষারপাতেরও সম্ভাবনা থাকলেও উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments