রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeবিনোদনমেঘ প্রথম হতেই তাঁকে কাছে চাইলেন নীল, দেখুন ইচ্ছে পুতুল

মেঘ প্রথম হতেই তাঁকে কাছে চাইলেন নীল, দেখুন ইচ্ছে পুতুল

ইচ্ছে পুতুল সিরিয়ালের গল্পে নয়া মোড়। জি বাংলার জনপ্রিয় সিরিয়াল ইচ্ছে পুতুল এখন টিআরপি তালিকায় শীর্ষ স্থানে। প্রতিনিয়তই দর্শকের জন্য সিরিয়াল নির্মাতারা হাজির করছে চমক। কয়েকদিন ধরে সিরিয়ালে দেখে চলেছি একদিকে রূপ গিনির বৈবাহিক জীবনের ছবি। অন্যদিকে মেঘ ও নীলের সম্পর্কে টানা পোড়েন, যেখানে এখন নীল মেঘের থেকে বন্ধুত্বের দাবি করছে।

সারা জীবন মেঘ যেন নীলের বন্ধু হয়ে থাকে। যদিও এই প্রস্তাবে মোটেও রাজি নয় মেঘ। মেঘ স্পষ্ট ভাবে জানায় তা কখনোই সম্ভব নয়। এরই মধ্যে কলেজের পরীক্ষায় মেঘ প্রথম স্থান অধিকার করায় নীল অত্যন্ত খুশি ও আবেগপ্রবণ হয়ে পড়ে। যদিও নীলের আত্মহারা হবার পিছনে রয়েছে আরো একটি নির্দিষ্ট কারণ রয়েছে ।সেটি সে মেঘকে জানায়। মেঘ নীলের রেকর্ড ভেঙেছে। সেই কারণেই নীল আরো বেশি খুশি। তাই খুশিতে কলেজের ছাত্র-ছাত্রীদের আবদারের ১০ হাজার টাকা দেয় ট্রিট হিসেবে। তা জানতে পেরে মেঘ বাবার অনুমতি নিয়ে ১০ হাজার টাকা ফিরিয়ে দেয় কারণ সে চায় না মেঘের জন্য নীল কোনরকম কিছু টাকা খরচ করুক। এটি মেঘের জন্য অত্যন্ত অসম্মানের। মেঘের মতো মেয়ে যার নিজের মধ্যে আত্মসম্মানবোধ প্রবল সে কখনোই এহেন ঘটনা মেনে নেবে না।

তবে নীল মেঘের কাছ থেকে টাকা ফেরত নিতে নারাজ আগামী দিনে কি হতে চলেছে তার জন্য সকল দর্শক অত্যন্ত উৎসুক হয়ে বসে রয়েছে। আগামীপর্ব গুলিই বলে দেবে আদৌ নীল এবং মেঘ ডিভোর্সের পথে এগোবে কিনা। তাদের মধ্যে আদৌ সব সম্পর্ক শেষ হয়ে যাবে কিনা। নীল ময়ূরীকে বিয়ে করবে কিনা সমস্তটাই এখন রহস্য আর সেই রহস্য ভেদ হবে সময় এলেই। তাই সেই ঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে আমাদের।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments