মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeবিনোদনসাফল্যের শিরোনামে মনীষা! ক্যানসারের সঙ্গে যুদ্ধ জয়, হীরামন্ডির সাফল্যের পর এবার শুরু...

সাফল্যের শিরোনামে মনীষা! ক্যানসারের সঙ্গে যুদ্ধ জয়, হীরামন্ডির সাফল্যের পর এবার শুরু নয়া জীবন

এবার শিরোনামে বিখ্যাত অভিনেত্রী মনীষা কৈরালা। প্রশংসার বান বইছে তার নামে। আসলে ‘হীরামন্ডি’ ওয়েব সিরিজে মনীষা কৈরালার অভিনয় বেশ প্রশংসিত হচ্ছে। যদিও ক্যানসার নামক প্রাণঘাতী রোগের কবলে থাকাকালীন মনীষা বেশ কিছু দিন অভিনয় থেকে দূরে ছিলেন। তিনি ২০১২ সালে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। আর ওই বছরই তার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর নিউ ইয়র্কে তার চিকিৎসা চলে। ক্যানসার হওয়ার কারণে এখন তিনি আর আগের মতো দ্রুত গতিতে কাজ করতে পারেন না, আর মানসিক ভাবেও মাঝেমাঝে অস্বস্তিতে ভোগেন।

তবে যাইহোক না কেনো, সব প্রতিকূলতা পিছনে ফেলে তিনি ফের কাজে ফিরেছেন এবং কাজে ফিরেই জিতে নিয়েছেন সকল দর্শকদের মন। অভিনেত্রী তার ব্যক্তিগত জীবনে এবার নয়া অধ্যায় শুরু করবেন। এখন প্রশ্ন জাগতেই পারে, তবে কি মনীষা ফের বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন? উত্তরটা হলো না। আসলে ২০১০ সালে নেপালের ব্যাবসায়ী সম্রাট দহলের সঙ্গে বিয়ে হয়েছিল মনীষার। মাত্র বছর দুয়েক সংসার করার পরই ২০১২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তবে, অতীতে তিনি বলিউডের একাধিক নায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বলেও জানা যায়।

এরপর তিনি যখন ক্যানসারে আক্রান্ত হন, তারপর থেকে পরিবারে সকল সদস্যরা কেউই আর তার পাশে ছিলেন না। অভিনেত্রী চরম একাকিত্বে ভুগছিলেন। সেই সময় মনোবিদের সাহায্যও নিতে হয়েছিল অভিনেত্রীকে। তিনি এখন দ্বিতীয় বার বিয়ে করতে নারাজ, কারণ তিনি নাকি সব সময় ভুল মানুষেরই প্রেমে পড়েছেন। তিনি বলেন, ‘‘মাঝেমধ্যে ভাবি আমি সব সময় ভুল মানুষের প্রেমেই কেন পড়ি! কখনও কখনও মনে হয় সমস্যাটা আমারই। খুঁজে খুঁজে সেই সব মানুষের প্রতিই আকৃষ্ট হই যাদের জীবনে একাধিক সমস্যা। তাই আমি আমার সমস্যাটা খুঁজে বের করার চেষ্টা করি। গত পাঁচ থেকে ছয় বছর ধরে আমি সিঙ্গল। আপাতত অন্য কারও সঙ্গে নিজেকে যুক্ত করার কোনো ইচ্ছেও নেই।’’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments