৮৯ তম স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন পড়ুয়া। তড়িঘড়ি তাদের উদ্ধার করে ভর্তি করানো হয় এসএসকেএম হাসপাতালে। ওই ছাত্রদের হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
জানা যায়, অতিরিক্ত গরমে অসুস্থ হয়ে পড়ে তারা। মোট ৫৩ জন ছাত্রকে আনা হয়েছিল তাদের মধ্যে একজন পড়ুয়াকে ভর্তি করতে হয়েছে হাসপাতালে। বাকিরা এখন অনেকটাই সুস্থ।
শুক্রবার স্বাধীনতা দিবস উপলক্ষে রেড রোডে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, সেখানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু হঠাৎ করে পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়ায় তড়িঘড়ি তাদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ ছাত্রদের দেখে এসে বলেন, গরমে একটু অসুবিধা হয়েছিল। তবে এখন কোনও সমস্যা নেই। আসলে প্রোগ্রাম থাকলে অনেকের টেনশন হয় অনেকের আবার ডিহাইড্রেশন হয়ে যায়। একজনকে দেখে অনেকে অসুস্থ বোধ করছিল।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ৩৯ জন এসেছিল, তাদের মধ্যে একজন একটু বেশি অসুস্থ হয়ে পড়েছিল। আমি দশ মিনিট মাথায় হাত বুলিয়ে দিতেই সবাই ঠিক হয়ে যায়। এখন সবাই ভালো আছে। হাসপাতাল থেকে ছেড়ে দিলে ওদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে।