শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeখেলাক্রিকেটবেজায় বিপদের সম্মুখীন কিং খান! কী এমন ঘটলো জানুন

বেজায় বিপদের সম্মুখীন কিং খান! কী এমন ঘটলো জানুন

বলিউডের একজন সফল অভিনেতার নাম মনে করলেই সবার আগে মাথায় আসে বলিউড বাদশা শাহরুখ খানের নাম। একজন সফল অভিনেতা হওয়ার পাশাপাশি সফল প্রযোজক হিসেবেও খ্যাতি পেয়েছেন কিং খান। আজ থেকে প্রায় ২২ বছর আগে অর্থাৎ ২০০২ সালে শাহরুখ এবং তাঁর স্ত্রী গৌরী খানের সহ-মালিকানায় তাঁদের প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেনমেন্ট’ তৈরি হয়েছিল। শাহরুখের এই প্রযোজনা সংস্থা, দর্শকদের অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছে, যার মধ্যে রয়েছে ‘জওয়ান’।

এই সিনেমাটি সাম্প্রতিককালের অন্যতম বড় হিট সিনেমা, এছাড়াও রেড চিলিজ এন্টারটেনমেন্টের ভিএফএক্স সংস্থা রয়েছে। তবে, এবার শাহরুখের এই সংস্থার নাম ভাঙিয়ে শুরু হয়েছে চাকরির বিজ্ঞাপন।শোনা যায় যে, চাকরি দিচ্ছে শাহরুখের এই সংস্থা। আর গোটা হোয়াটঅ্যাপ জুড়ে সেই বিজ্ঞাপন ঘুরছে, কিন্তু এই বিষয়ে একেবারেই অজ্ঞাত ছিলেন কিং খান। এমনকি এই বিষয়ে তাঁর সংস্থার মাথারাও কিছুই জানতেন না। এরপর এই প্রতারণার খবর কানে আসতে না আসতেই তৎক্ষণাৎ শাহরুখের সংস্থা সতর্ক করে সাধারণ মানুষকে।

যদিও এই প্রসঙ্গে শাহরুখের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো বিবৃতি পাওয়া যায়নি, তবে রেড চিলিজ এন্টারটেনমেন্টের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জনগণকে জানানো হয়েছে যে, ‘‘আমরা জানতে পেরেছি যে, একাধিক সমাজমাধ্যমে আমাদের সংস্থার নাম ভাঙিয়ে বিভিন্ন ভুয়ো প্রস্তাব দেওয়া হচ্ছে, বিশেষ করে হোয়াটসঅ্যাপে। সেখানে দাবি করা হচ্ছে, তারা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের সঙ্গে যুক্ত, কিন্তু আমরা সবাইকে জানাচ্ছি, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট কোনোরকম নিয়োগ বা সেই সংক্রান্ত পলিসি বা কোনো ধরনের চাকরির সংক্রান্ত তথ্য হোয়াটসঅ্যাপ মারফত দেয় না। তাই এই ধরনের বিজ্ঞাপন থেকে দূরে থাকুন।’’

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments