মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeদেশলাহোরের রাস্তায় গুলিতে খুন খলিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ

লাহোরের রাস্তায় গুলিতে খুন খলিস্তান কমান্ডো ফোর্সের প্রধান পরমজিৎ

অবশেষে পরমজিত সিংহ পজ্ঞওয়ার খুন হলেন কয়েকজন অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে কিন্তু কে এই পরমজিত সিংহ? তিনি হলেন খলিস্থানপন্থী জঙ্গি নেতা। আজ সকালে লাহোরে জোহার টাউন এলাকার রাস্তায় মোটর বাইক সওয়ার হয়ে আসেন দুই অজ্ঞাত পরিচয় যারা তাদের বন্দুকের গুলিতে ঝাঁঝরা করে দেন পরমজিৎকে।তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টাও ব্যর্থ হয় কারণ হাসপাতালে পৌঁছে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

এই পরমজিতের বিরুদ্ধেই রয়েছে মাদক পাচার এবং ভারতে অস্ত্র পাচারের মতো অভিযোগ যা তিনি পাচার করতেন ড্রোনের মাধ্যমে। পরমজিত আশির দশকে পাঞ্জাবের একটি সমবায় ব্যাংকে চাকরি করতেন পরে তিনি সেই চাকরি ছেড়ে খলিস্তান আন্দোলনে যোগ দেন। পুলিশের তথ্য মারফত জানা যায় তাতে পরমজিতের একতুতো ভাই যার নাম লব সিংহ তিনি ছিলেন কমান্ডো ফোর্সের একজন শীর্ষ নেতা। পরে এক পুলিশি সংঘর্ষে লবের মৃত্যু হয় এবং তার পরে সেই সংগঠনের প্রধান নেতা হয়ে দাঁড়ান পরমজিত। এভাবেই নব্বইয়ের দশকের খলিস্তান কমান্ডো ফোর্সের একজন অন্যতম প্রধান নেতা হয়ে দাঁড়িয়েছিলেন পরমজিত ।

পরবর্তিকালে তিনি পাক গুপ্তচর যার নাম আমাদের কাছে অত্যন্ত পরিচিত এসআই তার মাধ্যেমে ভারতে বিভিন্নভাবে নাশকতার ছক কষেছিলেন। তিনি অবশেষে এক যুগের সমাপ্তি পরমঞ্জিতের মৃত্যুর সাথে সাথে অনেক কিছুরই অবসান ঘটে গেল। ইতিমধ্যে এই খবর সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়েছে এবং নিমেষে তা ভাইরালও হয়ে গিয়েছে। খলিস্তানি কমান্ডো ফোর্সের প্রধানের এমন আকস্মিক মৃত্যুতে এক বিরাট ক্ষতি বলেই মনে করছেন সবাই।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments