রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeবিনোদনজুহির মেয়ে পাশ করলেন বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে, সাফল্য দেখে একী বললেন শাহরুখ

জুহির মেয়ে পাশ করলেন বিদেশের বিশ্ববিদ্যালয় থেকে, সাফল্য দেখে একী বললেন শাহরুখ

জাহ্নবী মেহতার সাফল্যে গর্বিত বলিউডের বাদশাও। আমরা অনেকেই এই নামটির সাথে পরিচিত নই তার জন্য প্রথমেই বলে রাখা দরকার জনপ্রিয় বলিউড অভিনেত্রী জুহি চাওলার মেয়ে হলেন জাহ্নবী মেহেতা।

হ্যাঁ সেই জুহি চাওলা যিনি বলিউডের কিং খানের সঙ্গে জুটি বেঁধেছিলেন। একের পর এক হিট সিনেমা উপহার দিয়েছেন আমাদের, যেমন ফিরভী দিল হ্যায় হিন্দুস্তানি, রাজু বনগয়্যা জেন্টলম্যান থেকে শুরু করে ইয়েস বস প্রমুখ ছবি। শোনা গিয়েছিল প্রথমে কিং খানের সাথে অভিনয় করাতে আপত্তি থাকলেও সময় যত এগিয়েছে তা গাঢ় বন্ধুত্বে পরিণতি পেয়েছে কারণ তাঁরা বর্তমানে বিজনেস পার্টনারও। এমনকি শাহরুখের দুঃসময়ে পাশে থাকতে দেখা গিয়েছে জুহি চাওলাতে। আমরা দেখেছি শাহরুখ পুত্র আরিয়ান খানের মাদক কান্ডে নাম জড়িয়ে যাওয়ায় প্রতি মুহূর্তে পাশে ছিলেন জুহি। বন্ধুকে কখনো একা হতে দেননি।

সম্প্রতি জুহি চাওলার মেয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী অর্জন করেছেন যা শেয়ার করেছেন মা জুহি চাওলা এমনকি সেই পোস্ট কিং খান নিজের টুইটারে শেয়ার করে লিখেছেন এক অত্যন্ত খুশির খবর, তোমার ফিরে আসার অপেক্ষায় রয়েছি। একসাথে সেলিব্রেট করা যাবে। ভীষণ গর্ব অনুভব হচ্ছে তোমার জন্য। কিং খানের এহেন পোস্টে উচ্ছ্বসিত অনেকেই।তাই নিমেষে এই খবর ভাইরাল হয়েছে। সহ অভিনেতার মেয়ের জীবনে এত বড় সাফল্যকে ভাগ করে নিয়েছেন বাদশা, এর থেকে আর বড় খবর কি হতে পারে। বুঝিয়ে দিয়েছেন সুখে-দুঃখে তিনিও তাঁদের পাশে আছেন ঠিক যেভাবে জুহি চাওলা ছিলেন তাঁর পাশে প্রকৃত বন্ধু হয়ে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments