রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeকলকাতাসিবিআইয়ের তদন্ত নিয়ে ফের কটাক্ষ বিচারকের, ‘আমি কিছু বলব না, যা করার...

সিবিআইয়ের তদন্ত নিয়ে ফের কটাক্ষ বিচারকের, ‘আমি কিছু বলব না, যা করার কলম করবে’

নিয়োগ দুর্নীতি নিয়ে ফের সরব হলেন বিচারক। গত শনিবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানি চলছিল আলিপুরের বিশেষ আদালতে যেখানে বিচারক তদন্তের গতি অত্যন্ত স্লথ বলে দাবি করেন, সাথে সাথে তিনি তাঁর নিজের ক্ষোভও উগড়ে দেন। সুর চড়িয়ে তিনি বলেন শুধুমাত্র তিন জনকে গ্রেপ্তারের আবেদন জমা পড়েছে মাত্র।

তাপস মন্ডল কুন্তল ঘোষ ও নীলাদ্রি সাহা গ্রেফতারির পর একের পর এক শুধুমাত্র আবেদন জমা পড়েছে‌ মাত্র এর বেশি কোন কিছুই এগোয়িনি। যে কারণে তিনি হুঁশিয়ারি দেন এরপর কলমই করিয়ে দেখিয়ে দেবে তিনি আর কোন কিছুই বলবেন না। বিচারক সকলকে তাঁর জায়গায় এসে তাঁর দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার কথা বলেছেন। তাঁর কথার প্রত্ত্যুরে সিবিআই আইনজীবী জানান ওই তিনজন অন্য মামলায় ইতিমধ্যেই গ্রেপ্তার হয়ে রয়েছে। যদিও বিচারক এ পরিপ্রেক্ষিতে বলেন গ্রেপ্তারির ৯০ দিনের মধ্যে চার্জশিট পেশ করা হয়, সেই চার্জশিট পেশ করতে আর মাত্র ২১ দিন বাকি।এই ২১ দিনেই করে দেখানোর কথা বলেন বিচারক। অপরদিকে নীলাদ্রির আইনজীবী ইতিমধ্যেই জামিনের আবেদন করেছেন কারণ তাদের দাবি নীলাদ্রী কোন টাকা লেনদেনের বিষয়ে জড়িত নন। পাশাপাশি তাপসের আইনজীবীর দাবি কোন সরকারি কর্মীর মাধ্যমেই অযোগ্য চাকরি দেওয়ার বিষয়টি ঘটানো হয়েছে তারা সেই সরকারি কর্মীর খোঁজ চালাচ্ছেন।অবিলম্বে তাঁকে প্রকাশ্যে আনতে তৎপর তাঁরা।

তবে এ প্রসঙ্গে বিচারক যথাশীঘ্র বৃত্ত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন যা যা প্রয়োজনীয় বা করনীয় তাই করতে বলেছেন যাতে এই নিয়োগ দুর্নীতি মামলার নিষ্পত্তি ঘটতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments