শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeবিনোদনপ্রাক্তনই কি এখন বর্তমান, সুস্মিতাকে মুখ খুললেন রোহমান

প্রাক্তনই কি এখন বর্তমান, সুস্মিতাকে মুখ খুললেন রোহমান

২০২১ সালে সুস্মিতা সেন এবং অভিনেত্রীর প্রেমিক রহমান শলের বিচ্ছেদ হয়ে গিয়েছিল বলে আমরা জানি। এরপর ললিত মোদির সঙ্গে নাম জড়িয়ে পড়েছিল সুস্মিতা সেনের যা নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল সোশ্যাল মিডিয়া জুড়ে। এই বিতর্কের মধ্যে আরো একবার পুরোনো প্রেমিকের সঙ্গে সুস্মিতা সেনকে দেখা যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানে। দুজনকে দেখে যেন মনে হচ্ছে কিছুই ঘটেনি কোনদিন সবকিছুই রয়েছে আগের মত স্বাভাবিক।

সুস্মিতার কন্যারাও প্রাক্তন প্রেমিকের সঙ্গে ভীষণভাবে স্বাচ্ছন্দ। ছবিগুলি দেখে স্বাভাবিকভাবেই সকলের মনে প্রশ্ন উঠেছে তাহলে কি যাবতীয় সমস্যা দূরে সরিয়ে রেখে আবার কাছাকাছি এসেছেন এই জুটি? কিন্তু যতদূর মনে হচ্ছে এই বিষয় নিয়ে কোন জবাবদিহি করতে চান না রহমান অথবা সুস্মিতা কেউই।

২০২১ সালে সুস্মিতা জানিয়েছিলেন, রহমানের সঙ্গে তিন বছরের সম্পর্ক শেষ করে দিচ্ছেন তিনি। ২০১৮ সালে ইনস্টাগ্রামের মাধ্যমে যোগাযোগ স্থাপন হয়েছিল সুস্মিতার সঙ্গে রহমানের এবং পরবর্তীকালে সেটাই প্রেমের সম্পর্কে পরিণত হয়ে যায়। বেশ কয়েক বছর লিভ ইন রিলেশনে ছিলেন সুস্মিতা এবং রহমান। সুস্মিতার দুই কন্যার সঙ্গে ভীষণ বন্ধুত্ব ছিল রহমানের।

বিচ্ছেদের সময় নিজের ছবি দিয়ে প্রাক্তন বিশ্ব সুন্দরী লিখেছিলেন, আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল তার চিরকাল থাকবে। ভালোবাসা কোনদিনই কমে যাবে না। অন্যদিকে সুস্মিতার প্রশংসায় উচ্ছসিত হয়ে রহমান বলেছিলেন, ও যেটাই করে সেটাই দুর্দান্ত। ওর থেকে অনেক কিছু শেখা যায়। সুস্মিতা যে কতখানি ভালো মনের মানুষ তা ওর কাছাকাছি না গেলে বোঝা যাবে না।

প্রসঙ্গত, গত বছর ললিত মোদির সঙ্গে বেশ কিছু ছবি ভাইরাল হবার পর অনেকেই সুস্মিতা সেনকে কটাক্ষ করেছিলেন কিন্তু সুস্মিতা কোন জবাব দেননি কাউকে। তবে তবে এবারও সুস্মিতা কোন কথা না বললেও মনে করা হচ্ছে প্রাক্তন প্রেমিকের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক তৈরি করতে চলেছেন বিশ্বব্রহ্মাণ্ড সুন্দরী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments