মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪
Homeখেলাবিদেশের মাটিতে হতে চলেছে আইপিএলের মহা নিলাম, কী বললেন বোর্ডকর্তা

বিদেশের মাটিতে হতে চলেছে আইপিএলের মহা নিলাম, কী বললেন বোর্ডকর্তা

এবার বোর্ড প্রকাশ করেছে আইপিএলের মহা নিলামের নিয়ম। যদিও নিলাম কোথায় হবে তা নিয়ে গড়ে উঠেছে জল্পনার পাহাড়। গত সোমবার বোর্ড সভাপতি রাজীব শুক্লের কথায় ইঙ্গিত মিলেছে যে, বিদেশের মাটিতেই হবে মহা নিলাম, তবে ঠিক কোথায় হবে সেই বিষয়ে কিছু উল্লেখ করেননি তিনি। এমনকি তিনি কানপুরের মাঠ নিয়ে তৈরি হওয়া বিতর্ককে একপ্রকার ধামাচাপা দিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি যে, কানপুরে ভিজে মাঠের কারণে দুইদিন খেলা নষ্ট হয়েছে।

কানপুরের মাঠ নিয়ে বিতর্ক ওঠে তুঙ্গে। এর পরই নির্দিষ্ট কিছু মাঠে টেস্ট আয়োজন করার দাবি ওঠে। আর সেই প্রসঙ্গে বোর্ড সভাপতির বক্তব্য, “বোর্ডের প্রশাসনে থাকায় সমালোচনার সঙ্গে আমরা অভ্যস্ত। তবে, এখন সব কিছু নিয়েই সমালোচনা হচ্ছে। কানপুরে ম্যাচ না দিলেও সমালোচিত হতে হয়। এখন ম্যাচ দিয়েও সমালোচনা হচ্ছে। এই মাঠ ৮০ বছরের পুরনো। আগে এখানে নিয়মিত টেস্ট হত। ৮০ বছরে প্রথম বার এত বৃষ্টি হয়েছে বলেই খেলা হয়নি।”

উল্লেখ্য, এর আগেরবার দুবাইয়ে হয়েছিল ছোট নিলাম, এমনকি সেখানে আইপিএলের ম্যাচও হয়েছে। বোর্ড সভাপতি রাজীব শুক্ল বলেছেন, “দেশ এবং বিদেশ দুটো বিকল্পই খোলা রয়েছে। শেষ বার দুবাইয়ে সফল ভাবে নিলাম আয়োজন করা হয়েছিল। এতে বিদেশের সমর্থকদেরও পাশে পাওয়া যায়। সমর্থকদের পাশে পাওয়া দরকার। ম্যাচ আয়োজন না-ই করতে পারি। এই ধরনের অনুষ্ঠান আয়োজন করা যেতেই পারে। এতে সমর্থকদের উৎসাহও বাড়ে। তাই সমস্ত বিকল্পই আমাদের কাছে খোলা রয়েছে।” তার বক্তব্য অনুযায়ী, এবারও দুবাইয়ে নিলাম হতে পারে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments