তীব্র গরম গুজরাটে। আর এই গরমের মধ্যে আজ অর্থাৎ শনিবার দুপুর সাড়ে তিনটে থেকে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। আমেদাবাদে এখন ভীষণ গরম। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল তাপপ্রবাহের সতর্কতা। দুপুর ৩.৩০ থেকে শুরু হবে গুজরাত-দিল্লি ম্যাচ।
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, বিকেল ৪টের সময় তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। ১৪ শতাংশ থাকবে আর্দ্রতা। এই অবস্থায় খেলা যেমন কঠিন, তেমনই ম্যাচ দেখাও বেশ কষ্টকর। তাই দর্শকদের জন্য গুজরাট ফ্রাঞ্চাইজির তরফে বিশেষ ব্যবস্থা করা হয়। দর্শকদের জন্য নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশেষ পাখা এবং সানস্ক্রিনের ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি বিনামূল্যে দেওয়া হয় খাওয়ার জল, ওআরএস।
এমনকি, ওষুধের ব্যবস্থাও ছিল। দুপুর রোদে খেলতে নেমেছেন লোকেশ রাহুল, শুভমন গিল প্রমুখ। উল্লেখ্য, গুজরাত পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে। দিল্লি রয়েছে শীর্ষে। দিল্লি ৬ ম্যাচে ১০ পয়েন্ট পেয়েছে এবং গুজরাট ৬ ম্যাচে পেয়েছে ৮ পয়েন্ট। গুজরাট এর আগে আহমেদাবাদে তিনটি ম্যাচ খেলছে, যেখানে জিতেছে দুইটি ম্যাচে। গুজরাট আজ জিতলে পৌঁছে যাবে এক নম্বরে।