রবিবার, অক্টোবর ৬, ২০২৪
Homeখেলাফের ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ! ভারতকে বিদেশের মাটিতে খেলতে ডাকতে পারে পাকিস্তান বোর্ড

ফের ভারত-পাক দ্বিপাক্ষিক সিরিজ! ভারতকে বিদেশের মাটিতে খেলতে ডাকতে পারে পাকিস্তান বোর্ড

বর্তমানে ভারত বনাম পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ নিয়ে জল্পনা তুঙ্গে। ২০১২ সালের পর থেকে এই দুই দেশের দ্বিপাক্ষিক সিরিজ় খেলা হয়নি, তবে এবার পিসিবি অর্থাৎ পাকিস্তান ক্রিকেট বোর্ড, ভারতীয় ক্রিকেট বোর্ডকে বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ় খেলার প্রস্তাব দিতে পারে। আসলে পাকিস্তান ক্রিকেট বোর্ড, আগামী বছর বিদেশের কোনো মাঠে টি-টোয়েন্টি সিরিজ়ের আয়োজন করতে চায়। পিসিবি-র চেয়ারম্যান মোহসিন নাকভি ভারতকে আহ্বান জানাতে পারেন। পিসিবি সূত্রে জানা গেছে যে, নাকভি চাইছেন ভারতকে বিদেশের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ খেলার প্রস্তাব দিতে।

তাই শ্রীলঙ্কায় আইসিসির বৈঠকে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহকে এই প্রস্তাব দিতে পারেন নাকভি। আইসিসির এই বৈঠকে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও হবে আলোচনা। আগামী বছর পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে, কিন্তু ভারত, পাকিস্তানে গিয়ে খেলতে রাজি না হওয়ায় শোনা যাচ্ছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান থেকে সরিয়ে দেওয়া হতে পারে। ভারত সরকার, রোহিত শর্মা, বিরাট কোহলি প্রমুখদের পাকিস্তানে গিয়ে খেলার সম্মতি দেবে না বলেই মনে করা হচ্ছে। গত বছর এশিয়া কাপেও পাকিস্তানে খেলতে যায়নি ভারত, বরং তার পরিবর্তে খেলেছিলেন শ্রীলঙ্কায়।

যদিও পাকিস্তান চাইছে যে, ভারত, পাকিস্তানে গিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলুক, যার কারণে সব ম্যাচ লাহোরে আয়োজন করার প্রস্তাবও দিয়েছে পিসিবি। আর সেখানে সবরকম নিরাপত্তার ব্যবস্থাও করা হবে পিসিবির পক্ষ থেকে বলেও জানানো হয়েছে। এমনকি তারা লাহোর স্টেডিয়াম লাগোয়া একটি বিলাসবহুল হোটেলও তৈরি করবে বলে জমিও কিনেছে, যেখানে ভারতীয় ক্রিকেটারদের রাখা হবে, যাতে রোহিতদের মাঠ থেকে বেশি দূরে যেতে না হয়, কিন্তু এত কিছু করার পরেও ভারত, পাকিস্তানে গিয়ে খেলতে নারাজ। তবে, বাবররা কিন্তু ভারতে এসে এক দিনের বিশ্বকাপ খেলে গেছেন। তাই এখন এটাই দেখার বিষয় যে, ভারত কী তবে পাকিস্তান যেতে রাজি হবে নাকি অন্যত্র খেলার আয়োজন করা হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments