শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫
Homeবিদেশআমেরিকাকে উপেক্ষা করে রাশিয়ার থেকে তেল কিনল ভারত, কত লাভ হল?

আমেরিকাকে উপেক্ষা করে রাশিয়ার থেকে তেল কিনল ভারত, কত লাভ হল?

ভারতীয় পণ্যের উপর জরিমানা সহ মোট ৫০ শতাংশ শুল্কের বোঝা চাপিয়েছে আমেরিকা। তবে মার্কিন প্রেসিডেন্টের এই ব্যবহারের পরেও রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। অদূর ভবিষ্যতেও বন্ধ করবে না বলেই জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে রাশিয়ার থেকে তেল আমদানি করাই কিন্তু বিপুল আর্থিক সাশ্রয় হয়েছে ভারতের। গত ৩৯ মাসের রাশিয়া থেকে অশধিত তেল আমদানি করে প্রায় ১২৬০ কোটি ডলার অর্থ মুনাফা করেছে ভারত বর্ষ।

গত অর্থ বর্ষের থেকে এই অর্থ বর্ষে ভারতের সঙ্গে রাশিয়ার সার্বিক বাণিজ্যের পরিমাণ পৌঁছেছে ৬৮০০ কোটি ডলারে। এরমধ্যে ভারত থেকে রাশিয়ার রপ্তানি করা হয়েছে, ৪৯০ কোটি ডলার পণ্য। রাশিয়া থেকে ভারতে আমদানি করেছে ৬৩০০ কোটি ডলারের পণ্য। ইউক্রেন যুদ্ধ শুরুর অনেক আগে থেকেই রাশিয়ার থেকে তেল নিত ভারতবর্ষ, যা যুদ্ধের আবহে বন্ধ করেনি ভারত।

যদিও আগে খনিজ তেলের জন্য ভারত নির্ভর করে থাকত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহীর মত দেশগুলির ওপর। তবে বর্তমানে রাশিয়ার থেকে তেল কিনে ভারতের সার্বিক উন্নতি হয়েছে তাই আগামী দিনে এই লেনদেন বন্ধ করবে না ভারত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments