স্বপ্নদ্বীপের মৃত্যুতে এবার পোকশো আইনের দাবী জানালো রাজ্য শিশু সুরক্ষা কমিশন। সোমবার এই সংক্রান্ত বিষয়ে মুখ খুললেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। কমিশনার জানান, ব্যাপারটা আমরা খতিয়ে দেখছি। আইন অনুযায়ী সমস্ত ব্যবস্থা নেওয়া হবেই। যার মৃত্যু হয়েছে তার বয়স ১৮ বছর এখনো হয়নি। মৃত ছাত্রের বয়স ১৭ বছর ৯ মাস ৯ দিন। এক অপ্রাপ্তবয়স্ক ছেলের উপর যৌন নির্যাতনের দায়ে পক্সো আইনের বিচারে পদক্ষেপ নেয়া হবে।
গত বুধবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের এ টু ব্লকের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদ্বীপ কুন্ডুর। কার্যত এই ঘটনার পর থেকেই তোলপাড় হয়ে যে গোটা পশ্চিমবঙ্গ। ছেলের মৃত্যুর দায়ে ওই আবাসিকের এক প্রাক্তন ছাত্রকে গ্রেফতার করা হয়েছিল। তারপরেই আরো দুইজনকে গ্রেফতার করা হয়েছে। স্বপ্নদ্বীপ কুণ্ডুর মামলায় একের পর এক রহস্য ঘনীভূত হচ্ছে।
সেদিন রাতে ঠিক কি হয়েছিল বা কারা স্বপ্নদ্বীপের উপর অত্যাচার করেছিল তা এখনো স্পষ্টভাবেই জানা যায়নি। স্বপ্নদ্বীপ মারা যাওয়ার আগে কিছু বলতে চাইছিলেন বাবা-মাকে কিন্তু সেটাও বলা হলো না আর। বাড়ি ফিরে আসা হলো না স্বপ্নদ্বীপের।
সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হোস্টেলে যান ডিসি বিদিশা কালিতা দাশগুপ্ত। তিনি বলেন, নেপথ্থে কারা রয়েছে তা বোঝা গেলেও কিছু জিনিসে এখনো ধোঁয়াশা থেকে যাচ্ছে। আমরা সব দিক খতিয়ে দেখার চেষ্টা করছি।
ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে শোকজ করেছে শিশু সুরক্ষা কমিশন। আরো ৪ অভিযুক্ত ফেরার। আগামী দিনে তাদের থেকে আর কি তথ্য পাওয়া যাবে জানার জন্য অপেক্ষা করে রয়েছে সারা পশ্চিমবঙ্গবাসী।