অবশেষে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ১০ খানা মামলায় ইমরান খানকে তিন বছরের কারাদন্ডের নির্দেশ দিয়েছিল নিম্ন আদালত। মঙ্গলবার সেই নির্দেশে স্থগিতাদেশ দিয়ে দিল ইসলামাবাদ হাইকোর্ট। অবশেষে জামিনে ছাড়া পেলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী।
চলতি মাসের শুরুতেই দোষী সাব্যস্ত হওয়ার পর গ্রেফতার করা হয়েছিল ইমরান খানকে। গত বছর গদিচ্যুত হওয়ার পর থেকেই আলোচনায় আসে তোষখানা মামলা। সেই সময় দুবাইয়ের এক ব্যবসায়ী দাবি করেন, ২০১৯ সালে ইমরানের দল যখন পাকিস্তানের শাসন ক্ষমতায় এসেছিল তখন সৌদি আরবের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ-বিন-সালমান এটি বহুমূল্য ঘড়ি উপহার দিয়েছিলেন ইমরান খানকে।
এই অভিযোগের ভিত্তিতে পাকিস্তানের নির্বাচন কমিশন ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনী প্রক্রিয়ায় নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল। এরপর গত অক্টোবর ইমরান খান ইসলামাবাদ হাইকোর্টের আবেদন জানালে সেই আবেদন খারিজ করে দেয় আদালত। গত মে মাসে ইসলামাবাদ পুলিশ লাইনসের বিশেষ আদালত ইমরানকে দোষী সাব্যস্ত করেছিল এবং সাজা দেওয়ার কথা ঘোষণা করেছিল। যদিও পরবর্তীকালে হাইকোর্টের মুখোমুখি হওয়ার পর ইমরান খানকে জামিনে ছেড়ে দেওয়া হয়।