শনিবার, অক্টোবর ১২, ২০২৪
Homeদেশদার্জিলিং গেলে দিতে হবে কর, জানিয়ে দিল পুরসভা

দার্জিলিং গেলে দিতে হবে কর, জানিয়ে দিল পুরসভা

এবার থেকে দার্জিলিঙে ঘুরতে গেলে আপনাকে দিতে হবে কর। ইতি মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন দার্জিলিং এর বিভিন্ন হোটেল মালিক এবং পর্যটক ব্যবসায়ী। সম্প্রতি এই প্রসঙ্গে পুরো প্রধান দিপেন ঠাকুরি বলেন, মূলত জঞ্জাল সাফাইয়ের জন্য এই কর নেওয়া হবে পর্যটকদের কাছ থেকে।

দিপেন জানান, করের বিষয়টি নতুন কিছু নয়। ৩০ বছর ধরে এই কর চালু ছিল দার্জিলিঙে। বিমল গুরুং এর আমলেও তার ব্যতিক্রম হয়নি। মাঝের কয়েকটা বছর পর্যটকদের কাছ থেকে এই কর নেওয়া বন্ধ ছিল যা আবার চালু করা হল। আগে যেমন ২০ টাকা নেওয়া হতো করে এখনো তাই নেওয়া হবে।

পুরপ্রধান দাবি করেছেন, সকলের সঙ্গে আলোচনা করি এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগে যে কর নেওয়া হতো তার কোন হিসেব থাকতো না কিন্তু এবার থেকে তা রাখা হবে। নিয়ম মেনে টেন্ডার দিকে কাজ করা হবে। শহরের জঞ্জাল পরিষ্কার করতে পৌরসভার অনেক খরচ হচ্ছে তাই বাধ্য হয়ে কর ফিরিয়ে আনার জন্য চিন্তাভাবনা করা হল।

অন্যদিকে, হিমালয়ান হসপিটালিটি and tourism development নেটওয়ার্কের সম্পাদক সম্রাট সান্যাল দাবি করেন, তাদের সঙ্গে কোনো আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগেও করে নেওয়া হতো কিন্তু মাঝে অনেক বছর তা বন্ধ ছিল। কিন্তু সেটি যে আবার চালু হয়েছে, সেই প্রসঙ্গে বিস্তারিত আমরা কিছুই জানি না। এই সিদ্ধান্ত নেওয়ার আগে সকলের সঙ্গে বৈঠক করলে ভালো হতো। যদিও শুধুমাত্র দার্জিলিংয়ের ক্ষেত্রেই এই কর সীমাবদ্ধ রয়েছে বলেই আমরা শুনেছি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments